বৃষ্টিবিঘ্নিত অঘটনের বিশ্বকাপে আরও এক ইন্দ্রপতন, ইংল্যান্ডকে হারাল আয়ারল্যান্ড

0
36

বিশ্বদীপ ব্যানার্জি: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যে অঘটনের বিশ্বকাপ হতে চলেছে তা বোঝা গিয়েছিল প্রথম দিনই। শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে দেয় নামিবিয়া। এরপর যোগ্যতা নির্ণায়ক পর্বের বাধা টপকাতে পারেনি দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ-ও। স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের কাছে হেরে ছিটকে যেতে হয় তাদের।

আরও পড়ুন: পাকিস্তান হলে অন্ততঃ ৩০-৪০ রানে হারত, চাঞ্চল্যকর দাবি প্রাক্তন পাক ক্রিকেটারের

- Advertisement -

অতঃপর আবারও ইন্দ্রপতন। আবারও সেই আয়ারল্যান্ড। এবারে তারা তাদের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে জমিয়ে দিল সুপার-১২ পর্বের গ্রুপ-১। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আইরিশরা এদিন জয় ছিনিয়ে নিল ডিএলএস পদ্ধতিতে। নির্ধারিত ২০ ওভারে বাটলারের দলের সামনে লক্ষ্যমাত্রা ছিল জস ১৫৮। কিন্তু ১৫ ওভার হতেই বৃষ্টিতে থেমে যায় খেলা। ডিএলএস পদ্ধতির নিয়মানুযায়ী, এ সময় ইংরেজদের স্কোর হতে হত ৫ উইকেটে ১১০। কিন্তু তাদের স্কোর ছিল ৫/১০৫। শেষমেশ আর খেলা শুরু করা সম্ভব না হওয়ায় ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় ছিনিয়ে নেন অ্যান্ডি বালবার্নিরা।

অবশ্য এই প্রথম নয়। এর আগেও বিশ্বকাপের মঞ্চে ইংরেজদের পর্যদুস্থ করেছে আয়ারল্যান্ড। ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে কেভিন ও ব্রায়ানের অবিস্মরণীয় শতরানের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল আইরিশরা। তবে এবারের জয় যেন একটু হলেও বেশি স্পেশাল। কারণ অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড— দুই দলকেই হারানো। তাছাড়া ঐতিহ্যবাহী এমসিজিতে এই প্রথমবার খেলতে নেমেছিল আয়ারল্যান্ড। প্রথমবারেই এহেন ঐতিহাসিক জয়।

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এদিন আইরিশদের জয়ের নায়ক অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। তাঁর ৪৭ বলে ৬২ রানের সুবাদেই ১৫৭ এর লড়াইয়ের মঞ্চে পৌঁছয় দল। জবাবে একসময় ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। শেষমেশ বৃষ্টি-ই তাদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল। চলতি বিশ্বকাপে বৃষ্টি মাথাব্যথার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে দলগুলির সামনে। এর আগে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কার্যত মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিলেন বরুণদেব। আর এদিন ইংল্যান্ডকে তাঁর কোপে পড়তে হল। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে ১৬ রানে ২ উইকেট নিয়েছেন জোশুয়া লিটল।