একাধিক চাকরির প্রস্তাব, কোন ক্লাবে ফিরতে পারেন Poulami Adhikari

0
371
ifa-mohamedan-sporting-offer-job-to-poulami-adhikari

 

কলকাতা: সোশ্যাল মিডিয়া সহ বাংলার ক্রীড়া মহলে এখন জনপ্রিম নাম পৌলমী অধিকারী। সোশ্যাল মিডিয়ায় জাতীয় দলের মহিলা ফুটবলার পৌলমী অধিকারীর ভিডিও ভাইরাল হয়েছিল। তারপর থেকেই পৌলমীর দুঃখে সমব্যথী রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষও। পৌলমী ভারতের অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। বেহালা শিবরামপুরের বাসিন্দা পৌলমী (Poulami Adhikari) এখন সংসার চালাতে জোম্যাটোর ডেলিভারি গার্লের কাজ করেন। পৌলমীর সঙ্গে যোগাযোগ করে তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন আইএফএ সচিব। শুক্রবার পৌলমীর সঙ্গে দেখা করেন সচিব অনির্বাণ দত্ত ও প্রেসিডেন্ট অজিত বন্দোপাধ্যায়।

- Advertisement -

সেই সঙ্গে আইএফএ অফিসে ছিলেন আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য। পৌলমীর সমস্যার কথা জানতে পেরে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। আদিত্য স্কুল অব স্পোর্টসে পৌলমীকে কোচ তথা ফুটবলার হিসেবে আবারও খেলা চালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্য বেশ কয়েকটি সংস্থাও চাকরির প্রস্তাব দিয়েছে পৌলমীকে। ময়দানের শতাব্দী প্রাচীন মহামেডান ক্লাব তাদের ৯-১৯ বছর বয়সী ছেলে মেয়েদের কোচিং করানোর প্রস্তাব দিয়েছে পৌলমীকে। যদিও পৌলমী এখনও কোনও সিদ্ধান্ত নেননি। কোচিংয়ের চাকরিতে পৌলমীর খুব একটা সমস্যা হওয়ার কথা নয় পৌলমীর। কোচিং লাইসেন্স রয়েছে তাঁর কাছে।

আরও পড়ুন: বার্সেলোনার প্রাক্তন কর্মকর্তাকে ‘নর্দমার ইঁদুর’ বলে অপমান মেসির

আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, “আইএফএ অফিসের দরজা সবার জন্যই খোলা। আইএফএ-র তরফ থেকে তাদের খুঁজে বার করা সম্ভব নয়। তবে তারা আইএফএ-তে এসে তাদের সমস্যার কথা জানাতে পারেন। আইএফএ সব সময় চাইবে তাদের পাশে দাঁড়াতে।” এক সময়ের জাতীয় দলের ফুটবলার পৌলমী অধিকারী এখন জোম্যাটোর ফুড ডেলিভারি গার্ল। ফুটবল মাঠ থেকে দূরে তিনি। পায়ে ফুটবল নয়, বরং পিঠে এখন খাবারের ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হয় পৌলমীকে। চাকরির অভাব, ফলে সংসার চালাতে এই কাজকেই বেছে নিয়েছেন তিনি। পৌলমীর ভাইরাল ভিডিও দেখে সরব হয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার তিনি পৌলমীকে ডেকে পাঠিয়েছিলেন, মাথায় হাত রেখে আশ্বস্ত করেছেন পৌলমী যেন আবারও মাঠে ফিরতে পারেন।