ENG vs PAK: ধোনির অধিনায়কত্বের এই বিশেষ রেকর্ড ভাঙলেন বেন স্টোকস

0
56
ben-stokes-may-back-in-odi-retirement-claims-england-head-coach

খাস খবর ডেস্ক: ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৮ জুলাই কার্ডিফে শুরু হয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের অনভিজ্ঞ দলের বিরুদ্ধেই পাকিস্তান দল পরাজয়ের মুখোমুখি হল। এই সিরিজে ইংল্যান্ড দলের নেতৃত্ব দিচ্ছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর ইংল্যান্ডের তিন খেলোয়াড় সহ মোট সাতজন করোনা আক্রান্ত হয়েছিলেন, যে কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ইংল্যান্ড নতুন ওয়ানডে দল বেছে নিতে হয়েছিল।

অধিনায়ক হিসাবে সর্বাধিক অনভিজ্ঞ দলের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে স্টোকস ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে দিয়েছেন। দলের অধিনায়ক এবং বাকি খেলোয়াড়দের ম্যাচ খেলার অনুপাতের ভিত্তিতে স্টোকস ধোনির চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। ২০১৬ সালে ভারতের দ্বিতীয় সারির দল নিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল ধোনি।

- Advertisement -

আরও পড়ুন:  কোহলির ইচ্ছেপূরণ, ইংল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া

ধোনি সে সময় ২৭৫ টি ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছিলেন, দলের বাকি সদস্যরা মোট ৭৩ টি ওয়ানডে খেলেছিল। ধোনি এবং দলের অভিজ্ঞতার অনুপাত ছিল ৩.৭৬৭। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড দলের কথা বললে স্টোকস মোট ৯৮ টি ওয়ানডে খেলেছেন, ইংল্যান্ড দলের বাকি সদস্যরা মোট ২৬ টি ম্যাচ খেলেছে। এইভাবে স্টোকস এবং ইংলিশ দলের বাকি সদস্যদের অভিজ্ঞতার অনুপাত ছিল ৩.৭৬৯।

আরও পড়ুন: ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের মতবিরোধ নিয়ে মুখ খুললেন সৌরভ

ম্যাচের কথা বললে ইংল্যান্ডের অনভিজ্ঞ দলের সামনে পাকিস্তানের পূর্ণ শক্তি দল একপ্রকার ধরাশায়ী। পাকিস্তানের গোটা দল ৩৫.২ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায়। ফাখার জামান ৪৭ ও শাদাব খান ৩০ রান করেছিলেন। এই দুজন ছাড়া কোনও ব্যাটসম্যান ২০ রানের গন্ডি পেরোতে পারেননি। জবাবে ইংল্যান্ড এক উইকেট হারিয়ে ২১.৫ ওভারেই ১৪২ রান করে ম্যাচ জিতে নেয়। ডেভিড মালান ৬৮ এবং জ্যাক ক্রোলি ৫৮ রান করে নট আউট ছিলেন। চার উইকেট শিকার করা ইংল্যান্ডের পেসার সাকিব মেহমুদ ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত হয়েছেন।