“কে বলেছিল আমায় মাথায় তুলতে” প্রশ্ন শ্রীলেখার

0
166

খাস খবর ডেস্ক : এবার ফেসবুক লাইভে তরুণ সিপিএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সাম্প্রতিক সময়ে শ্রীলেখার থেকে দত্তক নেওয়া কুকুর ছানার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সিপিএম কর্মী শশাঙ্ক ভাবসরকে মারধরের বিষয়ে বেশ জলঘোলা হচ্ছে বাম রাজনৈতিক মহলে।

https://m.facebook.com/story.php?story_fbid=167925968804675&id=1376432968&sfnsn=wiwspwa

- Advertisement -

আরও পড়ুন : হাথরস ধর্ষণ মামলায় বিশেষ আদালতেই বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

রবিবার ফেসবুক লাইভে, শ্রীলেখা মিত্র তরুণ সিপিএম কর্মীদের উদ্দেশ্য করে বলেন,”কে বলেছিল আমায় মাথায় তুলতে? আমি কি তোমাদের হাতে পায়ে ধরেছিলাম? বলেছিলাম যে আমায় নিয়ে কমরেড কমরেড করো?” তার বক্তব্য একটি ঘটনার মাধ্যমে যারা সহজেই লাল সেলাম লাল সেলাম বলতে শুরু করে, তাদের আদর্শগত অবস্থান নিয়ে প্রশ্ন আছে।

আরও পড়ুন : সাহিত্য মহলে শোকের ছায়া, প্রয়াত মাধুকরীর স্রষ্টা সাহিত্যিক বুদ্ধদেব গুহ

এবারের বিধানসভা নির্বাচনে যে কয়েকজন টলিউডের শিল্পীকে দেখা গিয়েছিল বামেদের হয়ে মাঠে ময়দানে প্রচার করতে তাদের মধ্যে শ্রীলেখা মিত্র অন্যতম। এবার সেই বিষয়েও মুখ খুললেন শ্রীলেখা, তিনি বলেন,” আমি কি বলেছিলাম, ভোটের সময় আমাকে প্রচারে নিয়ে যেতে? আমার তো কোন রাজনৈতিক মঞ্চে যাওয়ার ইচ্ছেই ছিল না কখনও”

আরও পড়ুন : শ্রীলেখার আচরণে ক্ষুব্ধ কমরেডরা

শ্রীলেখা মিত্রর সাম্প্রতিক পোস্টে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য একটি মন্তব্য করেন শ্রীলেখার উদ্দেশ্যে, তা নিয়েও বাম সমর্থকরা তন্ময় বাবুকে অপমান করেছেন বলে শ্রীলেখার অভিযোগ। শ্রীলেখা বলেন,” তোমরা তন্ময়দার মতো বর্ষীয়ান নেতাকেও সম্মান দেও না, তোমাদেরকে অন্য লোক সমর্থন করবে কিভাবে!” 

আরও পড়ুন : তিনশো কোটির পুজো করছে কারা, জানা গেল এবার

এক জনৈক তৃণমূল সমর্থক ফেসবুকে শ্রীলেখাকে তৃণমূলে আসার আহ্বান জানালে তাকে ধন্যবাদ জানিয়েই শ্রীলেখা জানান, কিছু মানুষের জন্য সিপিএমকে সমর্থন করা ছাড়বোনা। শেষ দিন পর্যন্ত সিপিএমকেই সমর্থন করব। তবে এখন এই বিষয়ের জল শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।