বাংলায় কারা হতে পারবেন পোলিং এজেন্ট-জানাল নির্বাচন কমিশন

এবার পোলিং এজেন্ট হতে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই চলবে

0
231
election commission

কলকাতা: ভোটে বুথে পোলিং এজেন্ট দেওয়া নিয়ে সমস্যায় পড়ত রাজনৈতিক দলগুলি৷এবার সেই সমস্যার সমাধান হতে পারে৷ বিধানসভা ভোটে পোলিং এজেন্ট হওযার নিয়ম শিথিল করল নির্বাচন কমিশন৷

সূত্রের খবর, এবার পোলিং এজেন্ট হতে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই চলবে।তাহলেই ওই বিধানসভার যে কোনও বুথে এজেন্ট হতে পারবেন৷এর আগে এজেন্ট হতে পারতেন শুধু সংশ্লিষ্ট বুথ কিংবা পাশের বুথের ভোটার।তারফলে অনেকেই পাড়ার বুথে এজেন্ট হতে চাইতো না বলে অভিযোগ৷ অনেক সময় রাজনৈতিক হিংসার শিকার হওয়ার ভয়েও অনেকে প্রার্থীর এজেন্ট হতে চাইতো না।

- Advertisement -

বিগত ভোটে রাজনৈতিক দলগুলি এজেন্ট নিয়ে একে অপরকে দোষারোপ করেছে৷ এমনকি বুথ থেকে বের করে দেওয়ার মত ঘটনা ঘটেছে বলে অভিযোগ৷ রাজনৈতিক দল সব বুথে এজেন্ট দিতেও ব্যর্থ বলে খবর৷এবার নির্বাচন কমিশন নিয়ম শিথিল করায় রাজনৈতিক দলগুলো সব বুথে এজেন্ট দিতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

২০০৯ সালে কমিশনের নির্দেশ অনুসারে,প্রার্থীর নির্বাচনী এজেন্টকে সংশ্লিষ্ট বুথ বা তার লাগোয়া কোনও বুথের ভোটার হতে হতো। নতুন নিয়মে বিধানসভা কেন্দ্রের যে কোনও ভোটার ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে কোনও বুথে এজেন্ট হতে পারবেন।

এদিকে প্রথম দফার ভোটের মুখে রাজ্যে এল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মঙ্গলবার দুপুর নাগাদ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা অসম থেকে শিলিগুড়িতে এসে পৌঁছান।

সূত্রের খবর, এই যাত্রায় কমিশনের ফুল বেঞ্চের কলকাতায় আসার কোনও পরিকল্পনা নেই৷আপাতত উত্তরবঙ্গ নিয়েই বৈঠক হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁরা ভিডিও কনফারেন্সে বৈঠক করতে পারেন বলে খবর। বেশ কয়েকদিন রাজ্যে থাকবে কমিশনের ফুল বেঞ্চ৷

সূত্রের খবর, ২৫ মার্চ রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করবে কমিশন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠক হবে। কমিশনের ফুল বেঞ্চ-এর পাশাপাশি বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি।