আগামীকালের ধর্মঘটে বিপর্যস্ত হতে পারে রেল পরিষেবা, আশঙ্কা প্রশাসনের

0
90

খাস খবর ডেস্ক : আগামীকাল ২৭ সেপ্টেম্বর সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বামেরা। এছাড়াও আরজেডি, টিডিপি সহ একাধিক বিরোধী দল এই ধর্মঘটে সমর্থন জানিয়ে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। 

আরও পড়ুন : সক্রিয় রাজনীতি ছাড়ার ঘোষণা প্রণব কন্যার 

- Advertisement -

স্বাভাবিক ভাবেই আগামীকাল সারা দেশের জনজীবন বিপর্যস্ত হতে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল। মুলত রেল ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় রেলের বিভিন্ন শাখাগুলির মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত হতে পারে দক্ষিণ রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেল।  রেল কর্তাদের আশঙ্কা ভোর থেকেই কোথাও অবরোধ শুরু হতে পারে, আবার কোথাও ওভারহেড তারে কলাপাতা ঝুলিয়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুন : গোয়ায় বিজেপির পরাজয় নিশ্চিত করতে দলকে ঝড় তুলতে নির্দেশ কংগ্রেস হাইকমান্ডের 

এরফলে রেলের চাকা গড়াবেনা। রেল মন্ত্রক সূত্রে খবর, সকাল থেকেই অন্যান্য দিনের মতো রেল পরিষেবা চালু হবে কিন্তু যেখানেই আটকান হবে সেখানেই দাঁড়িয়ে পড়বে ট্রেন। তারপরেই বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিতে পারে রেল প্রশাসন। 

আরও পড়ুন : ২৮ সেপ্টেম্বর কাস্তে ছেড়ে হাত ধরছেন কানহাইয়া, ইঙ্গিত কংগ্রেস হাইকমান্ডের 

তবে ধর্মঘটের আহ্বানকারীরা জানিয়েছেন, মানুষকে ধর্মঘট পালনের জন্য জোর করা হবে না মানুষ। তবে এই কথা শুনে নিশ্চিন্তে বসে থাকতে পারছেন না রেল কর্তারা। তাই আগামীকাল যে একপ্রকার ভোগান্তি হবেই সেটা ধরে নিয়ে রণনীতি সাজাচ্ছেন রেল কর্তারা।