উপনির্বাচনে সবুজের ঝড়, দ্বিতীয় স্থানে বামেরা, BJP-র ঝুলিতে ‘হতাশা’

0
107

আসানসোল: রাজ্যের দুটি পুরসভায় উপনির্বাচন হয় গত ২১ আগস্ট। বুধবার গণনা শেষে আসানসোল পুর উপনির্বাচনে জয়ের ধারা বজায় রাখল ঘাসফুল শিবির। এই উপনির্বাচনেও শোচনীয় ফল বিজেপির। অন্যদিকে, তৃণমূলের পরই দ্বিতীয় স্থানে সিপিএম।

জানা গিয়েছে, গণনার শুরু থেকেই প্রথমে ছিল তৃণমূল এবং দ্বিতীয় স্থানে ছিল বামেরা। আসানসোল পুরনির্বাচনে মোট ভোট পড়েছে ৮ হাজার ৪৫৭ টি। এর মধ্যে তৃণমূল প্রার্থী, সিপিএম প্রার্থী, বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট যথাক্রমে ৬৬৮৩, ১২০৬, ৪৮৫ এবং ৮৩।

- Advertisement -

আরও পড়ুন: কলকাতা সফরে আসার আগেই দুর্গাপুজো নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন UNESCO কর্তা

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসানসোল পুরনিগমের মেয়রের দায়িত্বে ছিলেন বিধায়ক বিধান উপাধ্যায়। তবে নিয়ম অনুযায়ী যে কোনও একটি ওয়ার্ড থেকে জয়ী হওয়া বাধ্যতামূলক। এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে ময়দানে নেমে বিরাট জয় লাভ করেন। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিএম প্রার্থী শুভাশিস মণ্ডল, বিজেপি প্রার্থী শ্রিদীপ চক্রবর্তী এবং কংগ্রেস প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়। পুর উপনির্বাচনেও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে হারিয়ে দ্বিতীয় স্থানে বামেদের উত্থানের বিষয়টিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।