৩১ জানুয়ারি বড় অঘটন ঘটবে তৃণমূলের: শুভেন্দু

0
966

খাস খবর ডেস্ক: মাস দেড়েকের ব্যবধানে ফের রাজ্যে এসে বড় অঘটন ঘটাতে চলেছেন বিজেপির সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদীর এই সেনাপতির হাত ধরেই পদ্ম শিবিরে নাম লিখিয়েছিলেন তৃণমূলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। সেই সেই উপায়ে অমিত শাহ রাজ্যে এসে তৃণমূলে আরও বড় ভাঙন ধরাবেন বলে জানালেন শুভেন্দু।

আরও পড়ুন- পাবলিকের মন তৃণমূল সরকারের থেকে উঠে গিয়েছে, দাবি অর্জুন মুণ্ডার

- Advertisement -

গত মাসের ১৯ তারিখে মেদিনীপুরে সভা করেন অমিত শাহ। সেই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পদ্মের পতাকা তুলে নেন শুভেন্দু অধিকারী। ওই দিন শুভেন্দুর সঙ্গে তৃণমূলের আরও এক ঝাঁক নেতানেত্রী বিজেপিতে যোগদান করেছিলেন।

সেই তালিকায় সাংসদ সুনীল মণ্ডল-সহ ছিলেন একাধিক বিধায়ক। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল- দশরথ তিরকে, তাপসী মণ্ডল, বিশ্বজিৎ কুণ্ডু, সৈকত পাঁজা, দীপালি বিশ্বাস, সুপ্রা মুণ্ডা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, দীপ্তাংশু চৌধুরী, প্রফুল্ল বর্মন, দেবাশীষ মজুমদার, শীলভদ্র দত্ত, সোমনাথ মুখোপাধ্যায় সহ প্রমুখ।

আরও পড়ুন- ‘ঠান্ডায় কাঁপছে শিশুরা’, খবর পরিবেশনের জন্য যোগী রাজ্যে FIR তিন সাংবাদিকের বিরুদ্ধে

একই দিনে একই মঞ্চে এত জন জনপ্রতিনিধির দলবদল ছিল তৃণমূলের কাছে কটা বড় ধাক্কা। সেই একই ছবি দেখা যাবে চলতি মাসের ৩১ তারিখে। ওই দিনেও রাজ্যে সভা করার কথা রয়েছে অমিত শাহের। সেদিনও বহু সংখ্যক রাজনৈতিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিরে যোগ দেবেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এছাড়াও বাম-কংগ্রেস মিলিয়ে প্রায় সহস্রাধিক রাজনৈতিক কর্মী পদ্ম শিবিরে নাম লেখাবেন বলে জানিয়েছেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কাঁথি শহরের শান্তিকুঞ্জের মেজো ছেলে আরও জানিয়েছেন যে তৃণমূলের দুই জন গুরুত্বপূর্ণ নেতা ওই দিন অমিত শাহের হাত ধরে বিজেপিতে যগদান করবেন। সেই দুই জন কারা? তাঁরা কী সেই বেসুরোদের দলের কেউ? এই সকল প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন শুভেন্দু। শুধু বলেছেন, “আমি এখন কিছুই বলব না। এটুকু বলতে পারি ৩১ তারিখ অমিত শাহের সভায় বড় কিছু ঘটতে চলেছে।”