বিজেপি বহিরাগত এবং বাংলা সম্পর্কে অজ্ঞ, মেনে নিলেন তথাগত

0
143

খাস খবর ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বহিরাগত শব্দ। নিজেদের বহিরাগত এবং বাংলা সম্পর্কে অজ্ঞতার কথা স্বীকার করে নিলেন বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। যদিও এই স্বীকারোক্তি মুখ্যমন্ত্রীকে মমতাকে কটাক্ষ করতে।

আরও পড়ুন বঙ্গ বিজেপিতে ব্রাত্য সাংসদ রূপা গাঙ্গুলি, ভোটের মহারণে জল্পনা চরমে

- Advertisement -

বিজেপির নেতানেত্রীদের ‘বহিরাগত’ বলে আক্রমণ করছেন তৃণমূলের নেতানেত্রীরা। খোদ সুপ্রিমো মমতার মুখেও সেই কথা শোনা গিয়েছে। সেই সঙ্গে ঘাস ফুল শিবিরের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে বাংলা এবং বাঙালির সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারনা নেই কেন্দ্রের শাসক বিজেপির।

এই নিয়েই বৃহস্পতিবার নিজের অভিমত প্রকাশ করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। তিনি টুইট করে লিখেছেন, “বিজেপি বাংলার সম্বন্ধে কিছুই জানে না- মমতা। সত্যিই তো!”

এরপরেই কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতার প্রতি। টুইটে তথাগত রায় লিখেছেন, “কি করে এই বহিরাগতরা(বিজেপি) জানবে রাজা রামমোহন রায় বিধানসভায় সতীদাহ বিরোধী বিল পাস করিয়েছিলেন, রবীন্দ্রনাথ ফলের রস খাইয়ে গান্ধীজির অনশন ভঙ্গ করিয়েছিলেন, কানুবাবু সিধুবাবু ডহরবাবুরা হুল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন?”

এই দুই বিতর্কিত উক্তি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশনের মাঝে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেছিলেন যে ওই বিধানসভা থেকেই নাকি পাশ হয়েছিল সতীদাহ বিরোধী বিল। যা করেছিলেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। সেই সঙ্গে গান্ধীজির অনশন এবং জঙ্গলমহল এলাকায় ব্রিটিশ বিরোধী বিপ্লব নিয়েও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বিধানসভা নির্বাচনের আগে সেই সকল বিষয় তুলে এনে বিরোধী তৃণমূলনেত্রীকে আক্রমণ করতে শুরু করেছেন বিজেপি নেতা তথাগত রায়। খুব স্বাভাবিকভাবেই বিরোধীদের বহিরাগত এবং অজ্ঞ বলা দলের নেত্রীর মুখ থেকে বের হয়া সে সকল বিতর্কিত মন্তব্য আগাম নির্বাচনে বড় হাতিয়ার হতে চলেছে পদ্ম শিবিরের।