শুভেন্দুর ব্যানার বিতর্ক, এবার সুর চড়াল বিজেপি, প্রতিবাদে পথ অবরোধ

0
85

বাঁকুড়া: শুভেন্দুর ব্যাঙ্গচিত্র সহ পোষ্টার বিতর্কে এবার সুর চড়াল বিজেপি। ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর সিমলাপালের বিক্রমপুর মোড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন বিজেপির নেতা কর্মীরা। এই ঘটনায় ব্যস্ততম বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।

বিস্তারিত খবর, লাইভ ভিডিও সহ সমস্ত রকম আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/

- Advertisement -

প্রসঙ্গত, এদিন সকালে সিমলাপালের বিক্রমপুর মোড় সহ বাঁকুড়া শহরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যাঙ্গ চিত্র সহ ‘নিরুদ্দেশ সংবাদ’ শিরোনামে ‘তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আই.টি সেলে’র নামে পোষ্টার দেখা যায়। আর ওই ঘটনার পরেই আসরে নামে বিজেপির সিমলাপাল মণ্ডল-১ এর দলীয় নেতা কর্মীরা।

আরও পড়ুন-Sports: মেসির স্বপ্নপূরণ থেকে ফেডেরারের অবসর, ফিরে দেখা ২০২২

এরপরেই রাজ্য সড়কের উপর অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিমলাপাল থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপরে যদিও বিজেপির কর্মী সমর্থকরা ওই অবরোধ তুলে নেয়। অবরোধের পর স্বাভাবিক হয় যানচলাচল। হাঁফ ছেড়ে বাঁচেন সাধারণ মানুষ।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor

উল্লেখ্য, নিজের জেলা ছাড়িয়ে এবার তিলোত্তমাতে সহ অন্যান্য জেলাতেও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে লাগানো হয়েছে ব্যানার৷ নাম উল্লেখ না করে ‘নিরুদ্দেশ’ ব্যানার পড়েছে তাঁর নামে৷ ব্যানারের নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল৷ বৃহস্পতিবার সকাল থেকে এই ব্যানার নজরে পড়েছে সকলের৷ যা ঘিরে তৈরি হয়েছে রাজনৈতির তর্জা৷