‘১০০টা ছেলে পাঠালেই ঠাণ্ডা হয়ে যাবে’, সায়নীর মন্তব্যে তোলপাড়

'দ্বিতীয় তাপস পাল' বলছেন নেটিজেনদের বড় অংশ

0
212

খাস খবর ডেস্ক: ‘পূর্ব মেদিনীপুরের ১০০ জন ছেলে পাঠালেই গোটা ত্রিপুরা, আগরতলার বিজেপিকে ঠাণ্ডা করে দেবে’, এমন মন্তব্য করেই এবার বিতর্কে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। বিতর্কের আঁচ এতটাই যে, অনেকেই এই মন্তব্যের সঙ্গে প্রয়াত অভিনেতা সাংসদ তাপস পালের ‘ছেলে ঢুকিয়ে দেবো’ মন্তব্যটির মিল পাচ্ছেন।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের সুতাহাটার সুবর্ণ জয়ন্তী ভবনে সাংগঠনিক সভায় গিয়েছিলেন সায়নী। সেখানেই তাঁর বক্তব্যে উঠে আসে ত্রিপুরা প্রসঙ্গ। তিনি বলেন, ‘ত্রিপুরায় তৃণমূলের যুবাদের ওপর কীভাবে আঘাত করা হয়েছে, আপনারা জানেন। ওখানের মুখ্যমন্ত্রী লাঠি দিয়ে মেরেছেন। ছেলে পাঠিয়ে বলেছেন বাড়িতে আগুন লাগিয়ে দিতে। জেলা সফরে এসে মনে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকেই ১০০ টা ছেলে পাঠালে আগরতলা ঠাণ্ডা হয়ে যাবে। ত্রিপুরায় বিজেপিকে কীভাবে মাটিতে মিশিয়ে দিতে হয়। আমাদের ১০০ টা ছেলে দেখিয়ে দেবে।’ যথারীতি সায়নীর এই বক্তব্যে হাততালির জোয়ার ওঠে।

- Advertisement -

আরও পড়ুন, চোখ রাঙাচ্ছে অজানা জ্বর, উত্তরবঙ্গে শিশুদের মৃত্যুমিছিল

তবে হাততালি ঝড়ের পাশাপাশি প্রচুর বিতর্কও উঠে এসেছে এই মন্তব্যের পর। ২০১৪ সালে তৃণমূল সাংসদ তাপস পাল বলেছিলেন, ‘একটা যদি কোনও বিরোধী, তৃণমূলের কোনও মেয়ে, কোনও বাপ, কোনও বাচ্চার গায়ে হাত দেয় তাদের গুষ্টিকে আমি যাতা করে চলে যাবো। আমি চন্দননগরের মাল। প্রচুর মস্তানি করেছি। আমি কাউকে ছেড়ে দেবো না৷ ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবে।’ তাপসের এই কুখ্যাত মন্তব্যের সঙ্গেই সায়নীর বক্তব্যেরও মিল পাচ্ছেন অনেকে৷

বিজেপি নেতা সায়ন্তন বসুর কথায়, ‘তৃণমূলের কোনও সংগঠন ত্রিপুরায় নেই। তবে বাংলা থেকে লোকজন পাঠানো হতেই পারে। আমরা আগে থেকেই বলেছিলাম এখান থেকে ত্রিপুরায় লোক নিয়ে যাওয়া হচ্ছে। সেই অভিযোগ ফের প্রমাণিত।’