Red Volunteer : করোনার তৃতীয় ঢেউ থেকে বাংলাকে বাঁচাতে ফের অকুস্থলে রেড ভলেন্টিয়াররা

0
189

কলকাতা : গত এক সপ্তাহে রাজ্যে করোনা সংক্রমণ লাগামছাড়া হারে বৃদ্ধি পেয়েছে। রাজ্যে করোনার পজিটিভিটির হার প্রায় ২০ শতাংশ। এরফলে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে গত ৩ জানুয়ারি থেকে। 

আরও পড়ুন : Surjya Kanta Mishra : “শুধুমাত্র ডেপুটেশন কর্মসূচীর দিন শেষ, এবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থেকেই আন্দোলন করতে হবে” বললেন সূর্যকান্ত মিশ্র 

- Advertisement -

করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই বামেরা রাজ্যের মানুষের পাশে দাঁড়ানর জন্য কমিউনিটি কিচেন ও শ্রমজীবী ক্যান্টিন গড়ে তুলেছিলেন। বামেদের ছাত্র যুব কর্মীরা অঞ্চলভিত্তিক ভাবে মানুষের পাশে দাঁড়ানর জন্য গড়ে তুলেছিল স্বেচ্ছাসেবক টিম, যা পরবর্তীকালে মানুষের কাছে রেড ভলেন্টিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। বিশেষ করে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় করোনা আক্রান্ত মানুষের বাড়িতে বাড়িতে অক্সিজেন নিয়ে পৌছে গিয়েছিল সমাজ বদলের স্বপ্ন দেখা একদল দামাল ছেলেমেয়েরা। 

আরও পড়ুন : UP Election : অখিলেশ যাদবের স্বপ্নে এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ, কিন্তু কি বললেন তিনি 

এবারেও রাজ্যে যখন করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে, তখন মানুষের বিপদে পাশে দাঁড়াতে প্রস্তুত  রেড ভলেন্টিয়াররা। অক্সিজেন সিলিন্ডার, স্যানিটাইজার নিয়ে প্রস্তুত আগামী দিনের বাম রাজনীতির সৈনিকরা। রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকে অভিনন্দন দত্ত গুপ্ত জানিয়েছেন, “সরকারের উদাসীনতার জন্য রাজ্যে করোনা সংক্রমণের এই লাগামছাড়া বৃদ্ধি, কিন্তু সরকার তাদের দায়িত্ব পালন না করলেও আমরা আমদের সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব থেকে সরে আসতে পারিনা। আমরা মানুষকে পরিষেবা দিতে প্রস্তুত”। সম্প্রতি কলকাতা পুরভোটে বামেদের দ্বিতীয় স্থানে উঠে আসার পিছনে বিরাট ভূমিকা রয়েছে রেড ভলেন্টিয়ারদের, মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।