Red Volunteer : এবার পুজোর থিমেও রেড ভলেন্টিয়ার

0
39

খাস খবর ডেস্ক : বামেদের সমালোচক থেকে শুরু করে সমর্থক প্রত্যেকে এক বাক্যে একটি কথা স্বীকার করেন, বামেদের সবচেয়ে ভাল কাজ রেড ভলেন্টিয়ার। এবার পুজোর থিমেও ধরা দিল রেড ভলেন্টিয়ারদের কাজ। নদীয়ার মাজদিয়ায়  নাঘাটার একটি পুজো মণ্ডপে এবারের থিম রেড ভলেন্টিয়ার। 

আরও পড়ুন : Working Committee : ১৬ অক্টোবর বসতে চলেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক

- Advertisement -

করোনার দ্বিতীয় ঢেউতে যখন একটু অক্সিজেনের জন্যে মানুষের প্রাণ সংশয় হয়ে উঠেছিল, সেই সময় মানুষের কাছে অক্সিজেন অর্থাৎ প্রাণ বায়ু পৌঁছে দিয়ে মানুষের জীবন ফিরিয়ে দিয়েছিল বামেদের এই তরুণ কর্মী সমর্থকরা। শুধু অক্সিজেন পৌঁছে দেওয়াই নয়, করোনা আক্রান্ত মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, ওষুধ পৌঁছে দেওয়া বা করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা সবটাই করেছে রেড ভলেন্টিয়াররা। 

আরও পড়ুন : Lakhimpur Kheri : অবশেষে ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশীষ মিশ্র

এবার তাদের কাজ ও লড়াই স্বীকৃতি পেল দুর্গা পুজোর মণ্ডপেও। এই রকম থিম ভাবনার পিছনে একটি বার্তাও রয়েছে বলে অনেকে বলছেন, সেটা হল পুজোর সময় সাবধানে চলুন, করোনার বিধি না মানলে আসবে তৃতীয় ঢেউ। তাই মানুষকে এই থিমের মধ্যে দিয়েই কোথাও দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতাটাও মনে করিয়ে দেওয়া হচ্ছে। 

                                               পুজো মণ্ডপের অন্দরের ছবি

আরও পড়ুন : Lakhimpur Kheri: নির্দোষ প্রমানে ব্যর্থ, ধৃত মন্ত্রীপুত্রকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ

মণ্ডপের ভিতরে দেখা যাচ্ছে, এক করোনা আক্রান্ত রোগী শুয়ে আছেন, ঠিক তার পাশেই অক্সিজেন নিয়ে দাঁড়িয়ে এক রেড ভলেন্টিয়ার, অক্সিজেন সিলিন্ডারের উপর জ্বলজ্বল করছে কাস্তে হাতুড়ি তারার রক্ত পতাকা। এই খবরটি আসার পরে সামাজিক মাধ্যমে বাম কর্মী সমর্থকরা মেতে উঠেছে। বিপদের বন্ধু যারা তারাই প্রকৃত বন্ধু বলছেন পর্যবেক্ষক মহল।