
কলকাতা : করোনা কালে মানুষের প্রাণ বাঁচাতে পাশে দাঁড়িয়েছিল রেড ভলেন্টিয়াররা। বামেরা বারবারই একটি বিষয়ে সরব হয়েছে যে করোনা ও লকডাউনের ফলে অনেক ছাত্র ছাত্রী স্কুলছুট হয়েছে। পরবর্তী ক্ষেত্রে স্কুল খুললেও এই সব ছাত্রছাত্রীদের স্কুলে ফেরান কঠিন হবে বলেই মনে করছে বামেরা। এই নিয়ে মামলাও হয়েছে কলকাতা হাইকোর্টে।
হাইকোর্টে মামলা করে জানতে চাওয়া হয়েছে, রাজ্য সরকার জানাক কত ছাত্রছাত্রী স্কুলছুট হয়েছে এবং তাদের স্কুলে ফেরাতে সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে স্কুলছুটদের ক্লাসে ফেরাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল রেড ভলেন্টিয়াররা। বেহালায় ১২৯ নং ওয়ার্ডে রবিবার থেকে রেড ভলেন্টিয়াররা চালু করল ‘অসময়ের পাঠশালা’। স্কুলের আবহে সেখানেই শুরু হল পড়াশুনা।
আরও পড়ুন : UP Election : উত্তরপ্রদেশ বিজেপিতে আবার ভাঙন, দল ছাড়লেন আরও এক বিধায়ক
এর আগে বাম ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের বাইরে চালু করা হয়েছিল বিকল্প ক্লাসরুম, তবে ছোটদের জন্য এই উদ্যোগ সর্বপ্রথম। এই পাঠশালায় প্রথম দিনে মানুষের সাড়া ছিল বেশ ভালই, এসেছিল অনেক ছাত্রছাত্রীই। শিশুদের জন্য এই অভিনব উদ্যোগ গ্রহণ করায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে সিপিএমের তরুণ বাহিনী রেড ভলেন্টিয়াররা। অবিলম্বে স্কুল, কলেজ খোলার দাবিতেও সরব রেড ভলেন্টিয়াররা।