বুধবার বাংলায় ফের ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রেলওয়ে স্টেশন রোডে জনসভা করবেন৷ তার সভামঞ্চে থাকবেন বাঁকুড়ার একাধিক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহ দলের জেলা শীর্ষ নেতৃত্ব

0
152

কলকাতা: বাঁকুড়ার পর পূর্ব মেদিনীপুর জেলায় ফের ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার সকাল ১১ টায় আসছেন তিনি, জানিয়েছে বঙ্গ বিজেপি৷

প্রধানমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রেলওয়ে স্টেশন রোডে জনসভা করবেন৷ তার সভামঞ্চে থাকবেন বাঁকুড়ার একাধিক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সহ দলের জেলা শীর্ষ নেতৃত্ব।

- Advertisement -

প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা ভোটের ফলাফলের নিরিখে জেলার ১২ বিধানসভা কেন্দ্রেই এগিয়ে গেরুয়া শিবির। একই সঙ্গে আদিবাসী সমাজের একটা বড় অংশের সমর্থন পায় তারা। ২০২১ এর বিধানসভা নির্বাচনেও সেই ভোট ব্যাঙ্ক ধরে রাখতে মরিয়া বিজেপি নেতৃত্ব।

এই জেলার তমলুক,পাঁশকুড়া পূর্ব,পাঁশকুড়া পশ্চিম,ময়নাও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র৷ এই পাঁচটি বিধানসভা তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ ২০১৯ সালে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন৷

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, নন্দকুমার, মহিষাদল-এই তিনটি বিধানসভা তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ বাকি দুটি বিধানসভা চন্ডীপুর ও পটাশপুর কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷ কয়েকদিন আগে বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়(হিরণ) এর সমর্থনে বাংলায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কাঠ গড়ায় দাঁড় করান শাসক দলকে৷

প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘দিদি বাংলার যুব সমাজের জন্য চিন্তা করেন না। আমি বাংলার যুব সমাজকে প্রতিশ্রুতি দিচ্ছি। দিদিকে আর যুব সমাজের সঙ্গে খেলতে দেব না। দিদি বলছেন খেলা হবে, কিন্তু বাংলা বলছে খেলা শেষ হবে। এবার খেলা শেষ হবে, উন্নয়ন শুরু হবে। দিদির কাছে হিসেব চাইলে, শুনতে পান না। আমফানের হিসেব চাইলে দিদি রেগে যান। প্রতিবাদ করলেই জেলে ভরে দেন। কেন্দ্রের প্রকল্প রাজ্যে প্রণয়ন করতে দিচ্ছেন না দিদি।’

তিনি আরও বলেছিলেন, ‘বাংলায় এখন মাফিয়া উদ্যোগ চলছে। কংসাবতী নদীর অবৈধ বালি খনন কার সঙ্গে যুক্ত সবাই জানে। বিজেপি ক্ষমতায় এলে এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হবে।বাংলায় ৫০-৫৫ বছর ধরে উন্নয়নই বন্ধ হয়ে আছে।দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন।দিদির পাঠশালা হল নির্মমতা, কাটমানি, সিন্ডিকেটের।’