তৃণমূলে নিজের ভূমিকা পরিষ্কার করলেন পিকে

0
186

কলকাতা: সামনেই পুরসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে তুলনামূলক খারাপ ফলাফলের পর ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে কাজে লাগিয়েছেন তৃণমূল কংগ্রেস। তাঁর মস্তিষ্কপ্রসু কৌশলে নিজের জায়গায় ফিরে আসছে ঘাসফুল শিবির। এইবার দলের মধ্যে তাঁর অবস্থান নিয়ে নিজেই মুখ খুললেন তিনি। প্রশান্ত কিশোর জানালেন তিনি আসলে তৃণমূলের ‘স্ক্যানার’। ভোট কৌশলী হিসেবে তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর তিনিই ছাঁকনির কাজ করেছেন। কারা প্রার্থীপদ পাবেন তৃণমূলে তিনিই প্রাথমিক তালিকা তুলে দিয়েছেন মমতার হাতে।

দলের ভাবমূর্তি সম্পর্কে সচেষ্ট তিনি। নির্বাচনের প্রার্থী তালিকা ঠিক করতে বসে মাথায় রেখেছেন কিছু বিষয়। তিনি খতিয়ে দেখেছেন কার এলাকায় কী উন্নয়ন হয়েছে। কোথায় কার নামে দুর্নীতির অভিযোগ রয়েছে। কোথায় অনিয়মের অভিযোগ রয়েছে। কার জনপ্রিয়তা কেমন। সেই তালিকায় একাধিক নাম রয়েছে। তা থেকেই চূ়ড়ান্ত নাম বেছে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -

কলকাতার ১৪৪টি ওয়ার্ডে প্রশান্ত কিশোরের রিপোর্টের ভিত্তিতে প্রার্থী বাছাই চলছে। ভোট কৌশলী হিসেবে তিনি যে সব নাম সুপারিশ করেছেন, সেইসব নামকে প্রাধান্য দিয়েই চূড়ান্ত তালিকা তৈরি হচ্ছে। উপনির্বাচনে সাফল্যের পর পুরসভা নির্বাচনেও পিকের মূল্যায়নের রিপোর্ট ধরে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।