বাঙালি এবং বাংলা ভাষার অপমান করছেন মমতা, দাবি নাড্ডার

0
505

খাস খবর ডেস্ক: নির্বাচনী প্রচারে বিরোধী বিজেপিকে আক্রমণ করতে দলের প্রধান নেতা জগৎ প্রকাশ নাড্ডা ওরফে জেপি নাড্ডাকে কটাক্ষ করেন মমতা। তাঁকে নাড্ডা-ফাড্ডা-গাড্ডা বলে আক্রমণ করেছেন বিভিন্ন সময়ে। সেই সঙ্গে মোদী-অমিত শাহের চেহারা নিয়েও ব্যাঙ্গ করেছেন। যা নিয়ে পালটা তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

আরও পড়ুন- অসুস্থতার অজুহাতে সিবিআই জেরার মুখোমুখি হচ্ছেন না অনুব্রত

- Advertisement -

রাজ্যের সপ্তম দফার নির্বাচন হয়ে গিয়েছে। আর একটি দফা বাকি আছে। এই সাত দফাতেই সরকার গড়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছে বলে দাবি করে তৃণমূল এবং বিজেপি। এরই মাঝে ওই ভোটের দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলার কর্মীদের সঙ্গে কথা বলেন জেপি নাড্ডা। সেই সময়েই আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমোকে। যদিও বিষয়টি খুবই অস্বাভাবিক ছিল না।

আরও পড়ুন- স্বস্তি দিয়ে একদিনে ভারতে সুস্থ আড়াই লক্ষের বেশি করোনা আক্রান্ত

সেই আক্রমণের ধারা বজায় রেখেই নাড্ডা দাবি করেছেন যে বাংলা ভাষা এবং বাঙালিদের সংস্কৃতির অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “আমার নামের সঙ্গে যে অলঙ্কার উনি(মমতা বন্দ্যোপাধ্যায়) ব্যবহার করছেন সেটা কী বাংলার ভাষা বা সংস্কৃতি? আমরা বাংলা ভাষার প্রতিনিধিত্ব করি, বাংলা ভাষাকে সম্মান করি। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলছেন সেটা বাংলা নয়।”

একুশের বিধানসভা নির্বাচনে জয়ের বিষয়ে বিশেষ আশাবাদী জেপি নাড্ডা। যা আরও একবার শোনা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে। তিনি বলেছেন, “এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মিথ্যা প্রচার করে গিয়েছেন। সেই সকল মিথ্যাচার বঙ্গবাসী প্রত্যাখ্যান করেছেন এবং বিজেপির প্রার্থীদের উপরে বিপুলভাবে আশীর্বাদ করেছেন।”