পদত্যাগ করতে চান মৌসম বেনজির নূর

0
1352

স্টাফ রিপোর্টার: বিদ্রোহের রোগ এবার গনিগড়েও। পদত্যাগ করতে চাইছেন শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল শিবিরে যোগ দেওয়া নেত্রী মৌসম। সভাপতির পদ ছাড়তে চেয়ে দলের কাছে আর্জি মালদা জেলা তৃণমূল সভাপতি মৌসম বেনজির নূরের।

আরও পড়ুন- সল্টলেকে প্রাইমারী চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

- Advertisement -

তৃণমূল সূত্রের খবর, মৌসম বেনজির নূরই এবার ছাড়তে চাইছেন জেলা সভাপতির পদ। ইতিমধ্যে একাধিকবার দলের উচ্চ নেতৃত্বকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেনও তিনি। সূত্রের খবর, মঙ্গলবারও নিজের ইচ্ছের কথা আরও একবার কলকাতায় দলীয় নেতৃত্বকে জানিয়েছেন তিনি।

শুভেন্দু জট কাটতে না কাটতেই নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা বাড়িয়েছেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। এর আগে মালদা নিয়ে অভিষেক বন্দপাধ্যায়ের ডাকা বৈঠকে অনুপস্থিত ছিলেন খোদ মৌসম বেনজির নূর। সূত্রের খবর,কংগ্রেস থেকে দলে এসেই প্রথমে লোকসভায় দলীয় প্রার্থী, পরে দলীয় সভাপতি ও রাজ্যসভার সাংসদ করায় এই জেলায় তৃণমূলের একাংশ ক্ষুব্ধ। বিশেষ করে মৌসমকে সভাপতি করায় দলেরই পুরনোদের একটা বড় অংশ তা মানতে নারাজ।

আরও পড়ুন- শুভেন্দুর তৃণমুলে থাকার খবরে উত্তেজনা খেজুরিতে, বিজেপি নেতাদের বাড়িতে ভাঙচুর

সূত্রের খবর, অনেকক্ষেত্রেই মৌসমের নির্দেশ মানছেন এই বিক্ষুব্ধরা। পাশাপাশি, মৌসম কে সভাপতি করা হলেও, জেলায় একাধিক কো-অর্ডিনেটর থাকায় এককভাবে তিনি কোন সিদ্ধান্ত নিতে পারছেন না। সূত্রের খবর, স্বাধীনভাবে কাজ করতে না পারায়, ঘনিষ্ঠ মহলে ক্ষোভ উগরে দিয়েছেন মৌসম। বিশেষকরে তিনি ” ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার” হয়ে কাজ করতে চাইছেন না।

সূত্রের মারফত আরও জানা গিয়েছে, এমনিতেই এই জেলায় তৃণমূল কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মূল লড়াই কংগ্রেস-বাম জোট বনাম বিজেপির মধ্যে ফলে পরিস্থিতি এমন যে গনি গড়ে মমতাকে শূন্যহাতেও ফিরতে হতে পারে। আর সেই দায় নিতে রাজী নন মৌসম। জেলায় সংগঠনের অব্স্থা খারাপ। আর এই রোগ সারাতে বারবার তৃণমূল রাজ্য নেতৃত্ব সব গোষ্ঠীকে একসাথে কাজ করার নির্দেশ দিলেও, তা যে এককথায় অসম্ভব, মেনে নিচ্ছেন মৌসম। মালদা তৃণমূলের মতে, কার্যত হাল ছেড়েই দলীয় সভাপতির পদ ছাড়তে চান মৌসম।