আজ একই জেলায় মমতা-নাড্ডা,খেলা দেখার অপেক্ষায় বাঁকুড়াবাসী

দুই হেভিওয়েট নেতা-নেত্রীর ভোট প্রচারে বাঁকুড়ার জন্য কী কী প্রতিশ্রুতি দেবেন,সেদিকে তাকিয়ে বাঁকুড়াবাসী৷

0
475

বাঁকুড়া: ভোটের খেলা জমে উঠেছে৷ আজ মঙ্গলবার একই জেলায় খেলতে নামবেন মমতা-নাড্ডা। ভাঙ্গা পায়ে জেলা সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ দু’জনই আজ বাঁকুড়ায় সভা করবেন৷ দুই হেভিওয়েট নেতা-নেত্রীর ভোট প্রচারে বাঁকুড়ার জন্য কী কী প্রতিশ্রুতি দেবেন,সেদিকে তাকিয়ে বাঁকুড়াবাসী৷

আরও পড়ুন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের সাংসদপদ বাতিলের দাবি

- Advertisement -

আগামী ২৭ মার্চ ও ১ এপ্রিল প্রথম দু’দফায় বাঁকুড়ার ১২ কেন্দ্রে ভোট। হাতে সময় কম, আর তাই প্রচার যুদ্ধে একে অপরকে টেক্কা দিতে আসরে নেমে পড়েছে যুযুধান রাজনৈতিক দলগুলি। আর সেই সুযোগে অভিনব প্রচার কর্মসূচীর সাক্ষী থাকছেন আমজনতা।

ওন্দা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমরনাথ শাখা যখন দলের নেতা সায়ন্তন বসুকে নিয়ে কৃষ্ণনগর গ্রামের ছেলেদের সঙ্গে ভলিবল খেলেছেন, ঠিক তখন অন্যদিকে তালডাংরার তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী ফুলমতি গ্রামে সপারিষদ ঢাক, ঢোল জনসংযোগের কাজ সেরেছিলেন। এমনকি নিজেই ঢাক কাঁধে নিজেই প্রচারের আসর মাতিয়েছিলেন এই বর্ষীয়াণ তৃণমূল নেতা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছিলেন, ‘‘বাঁকুড়ায় ১২-০ ভোটে হারবে তৃণমূল৷ ঘাষফুল শিবিরের গোলকিপার মমতা বন্দ্যোপাধ্যায় এখন অসুস্থ৷ তাই ‘খেলা হবে’ শব্দবন্ধটি ‘ভয় দেখানো’ অর্থে ব্যবহার করা হচ্ছে। আর যারা একথা বলছেন তাদের আমরা বলছি ‘খেলা মানে আনন্দের সঙ্গে খেলা বুঝি’। যারা খেলা দেখবেন বলছেন তারা নাচ দেখাবেন কিনা তা ২ মে প্রমাণ হবে৷’’

ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা বলেছিলেন, ‘‘আমাদের খেলোয়াড়রা সব ধরণের খেলাতেই প্রস্তুত। ক্রিকেট, ফুটবল, ভলিবল থেকে টিক্ ডাঙ্ সব খেলা হবে। তৃণমূল যে খেলা খেলতে চাইবে সেই খেলাতেই আমরা প্রস্তুত৷’’ অন্যদিকে ঢাক, ঢোল আর হরিনাম সংকীর্তনের দল নিয়ে প্রচারে নামালেন তালডাংরার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী৷