দীপাবলিতেও বামেদের জনসংযোগের হাতিয়ার বই, রাজ্য জুড়ে হাজারের বেশি বুক স্টল বাম ছাত্র যুবদের 

0
48
CPIM

খাস খবর ডেস্ক : দুর্গাপুজোর সময় রাজ্যজুড়ে রেকর্ড বুক স্টল দিয়ে নজর কেড়েছিল বামেরা। এবার দীপাবলিকেও জনসংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে ময়দানে সিপিএম (CPIM)। বিশেষ করে রাজ্য জুড়ে প্রায় হাজার খানেক বুক স্টল দেওয়া হয়েছে সিপিএমের ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে। এমনকি শুধু সিপিএম নয়, বামফ্রন্টের অন্যান্য শরিকের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় বুক স্টল দেওয়া হয়েছে। 

আরও পড়ুন : গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠল অযোধ্যা ‘দীপোৎসব’ এর 

- Advertisement -

রবিবার সন্ধ্যা থেকেই উদ্বোধন হয়ে গিয়েছে এই বুকস্টল গুলির। রবিবার সন্ধ্যায় আমহাস্ট স্ট্রীটের বুক স্টলের উদ্বোধনে গিয়েছিলেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যদিও তিনি নিজে উদ্বোধন না করে এগিয়ে দেন আগামীর নেতৃত্ব তথা এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীক উর রহমানকে। পাশাপাশি নৈহাটিতে বুক স্টল উদ্বোধনে ছিলেন যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমঘ্নরাজ ভট্টাচার্য, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এছাড়াও যাদবপুর, বেহালা, টালিগঞ্জ, চেতলা সহ শহরের একাধিক জায়গায় বাম ছাত্র যুবদের পক্ষ থেকে বুক স্টল দেওয়া হয়েছে।

আরও পড়ুন : “ভগবান রাম কখনই দায়িত্ব থেকে সরে যাননি” অযোধ্যা দীপোৎসবে বললেন প্রধানমন্ত্রী

কোথাও এই বুক স্টলের নাম দেওয়া হয়েছে ‘বইঘর’, কোথাও ‘বইঠকখানা’। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে,  বামেদের এই বুক স্টলের মধ্যে দিয়ে বই বিক্রির থেকেও বামেরা জনসংযোগের একটি মাধ্যম হিসেবে হিসেবে ব্যবহার করতে পারছে বই বিপণীকে। একথা বলার অপেক্ষা রাখে না সাম্প্রতিককালে রাজ্যের বাম আন্দোলনকে অক্সিজেন জুগিয়েছে ছাত্র-যুব সংগঠনের ভূমিকা।