বিজেপি যাদের বাঘ ভাবছে তারা আসলে বিড়াল, দাবি কল্যাণের

0
284

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: কৃষকরাও লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ২০২৪’এ ইঞ্জিনটাও দিল্লি থেকে চলে যাবে। এভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।

রবিবার হাওড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ নানাভাবে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন। তিনি বলেন,”কৃষকদের আন্দোলন সারা ভারতবর্ষে ওদের (বিজেপি) লাল কার্ড দেখিয়ে দিয়েছে। লাল কার্ড দেখানো শুরু হয়ে গেছে”।

- Advertisement -

এদিন কল্যাণ বন্দোপাধ্যায় আরও বলেন, “বিজেপি যাদের বাঘ ভাবছে তারা আসলে বিড়াল। রেজাল্ট যখন বেরবে তখন দেখবেন এরা ইঁদুরের মতো সব দৌড়চ্ছেন। অমিত শাহ আর নরেন্দ্র মোদীরা যখন বাংলার ভোটের রেজাল্ট দেখবেন, তখন ভাববেন এতো কোটি টাকা খরচ করে সব এমএলএ কিনলাম। এরা সব ইঁদুর।”

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এদিন আরও বলেন, “কংগ্রেস আর বামফ্রন্ট এখন ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে। কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গেছে। কংগ্রেস আর সিপিএম বিজেপির এজেন্ট হয়ে গেছে। এদের একটাই বক্তব্য তৃণমূলকে হারাতে হবে। তাতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাতেই হবে।”

অমিত শাহ এবং প্রধানমন্ত্রী বারবার বাংলা সফরে আসছেন। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণ বন্দোপাধ্যায়ের দাবি, অমিত শাহ বা মোদীজি যতবার খুশি রাজ্যে আসুন, পারলে এখানে ঘর করে থাকুক কোনও অসুবিধা নেই। তাঁদের কোনো ক্ষমতা নেই। তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন”।

তিনি জানান, টাকার ঝুলি নিয়ে বাজারে নেমেছে তো, কিনছে পাঁচ,দশ,পনেরো,কুড়ি কোটি দিয়ে। আমাদের ‘খেলা হবে’ স্লোগান নকল করছে বিজেপি। সমস্ত জায়গায় জনসভা করছে ঠিকই। ওরা যাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেখানে তো একশোটি লোকও নেই।