তৃণমূলে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা জয়

0
2199

কলকাতা: ২০১৪ সাল থেকে রয়েছেন বিজেপির সঙ্গে। দু’বার লোকসভা নির্বাচনে লড়াই করেছেন। গত বিধানসভা নির্বাচনেও তিনি বিজেপির প্রার্থী ছিলেন। কিন্তু একুশের ভোটে তাঁকে আর প্রার্থী করেনি দল। যার কারণে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষোভের উপরে ভিত্তি করেই শুরু হয়েছে বিজেপি নেতা জয়ের তৃণমূল যোগের জল্পনা। যা নিয়ে মুখ খুলেছেন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুন- নন্দীগ্রাম জমি আন্দোলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই শুভেন্দুর: বিস্ফোরক সুফিয়ান

- Advertisement -

সাত বছর আগে বাংলায় বিজেপির যে কয়েকজন নেতা ছিলেন তাদের মধ্যে একজন জয় বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পড়ে বাংলার নানা প্রান্তে ঘুরে ঘুরে দলের প্রচার চালিয়েছিলেন তিনি। সেই সুবাদেই নজরে আসেন কেন্দ্রীয় নেতৃত্বের। ২০১৮ সালে তাঁকে বিশেষ সম্মান জানায় পদ্ম শিবির। বিজেপির জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য করা হয় তাঁকে। মুকুল রায়ের সঙ্গে একই সময়ে ওই পদ দেওয়া হয়েছিল জয়কে।

আরও পড়ুন- ভোট পূর্ববর্ত্তী রাজনৈতিক হিংসা বাঁকুড়ার বিষ্ণুপুরে

২০১৯ সালের পড়ে বাংলার মাটিতে বিজেপির ক্ষমতা টের পাওয়া যায় বেশ ভালোভাবে। ১৮টি লোকসভা আসনে জয়লাভ করেন বিজেপির প্রার্থীরা। ওই লোকসভায় লড়াই করলেও জয় হাসিল করতে পারেননি জয়। তবে নিজের নির্বাচনী কেন্দ্র উলুবেড়িয়ার মাটি কামড়ে পড়েছিলেন তিনি। করোনা বা আমফানের সময়ে নিয়মিত উলুবেড়িয়ায় গিয়ে দলের কর্মী এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।

এরপরেও একুশের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি দল। সেই জায়গায় নবাগত একাধিক অভিনেত্রীকে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। যা নিয়েই ক্ষোভ প্রকাশ করে জয় বলেছিলেন, “আমি ক্ষুব্ধ। আমায় বা আমার পছন্দের কোনও ব্যক্তিকেই প্রার্থী করা হয়নি।” প্রয়োজনে প্ল্যাটফর্ম বদল করার হুমকিও দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- লালগড়ের ছত্রধর মাহাতোকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে বীরবাহা হাঁসদা

এরপর থেকেই জয় বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদানের জল্পনা শুরু হয়। বেশ কয়েকটি নিউজ পোর্টালে সেই খবর প্রকাশিত হয়। এই বিষয়ে খাস খবরের কাছে মুখ খুলেছেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “নরেন্দ্র মোদী আমার কাছে রামকৃষ্ণের সমতুল। আমি তেমনই মনে করি। আমি কখনও বলিনি যে আমি তৃণমূলে যোগ দিচ্ছি। এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক অবস্থান নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিলে তা সকলের সামনে অবশ্যই প্রকাশ করব।”

বিজেপি যোগ দেওয়ার আগে বিভিন্ন সময়ে তৃণমূলের মঞ্চে দেখা যেতো অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়কে। জয়ের স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় ২০১৫ সালে তৃণমূলের টিকিটে জিতে কলকাতা পুরসভার কাউন্সিলর হয়েছিলেন। সেই কারণে জয়ের তৃণমূল যোগের জল্পনা আরও জোরাল হয়েছিল। যদিও সেই সকল জল্পনা উড়িয়ে জয়ের দাবি, “ভাড়া করা সৈনিক হিসেবে তৃণমূলের মঞ্চে যেতাম। বিজেপিতে যোগ দেওয়ার পড়ে কখনও যায়নি।”