‘আমি নই, সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম’, শিলিগুড়ি থেকে বিস্ফোরক মমতা

0
57
mamata banerjee

শিলিগুড়ি: সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানোর দায় কার্যত ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ বুধবার শিলিগুড়িতে পুলিশের উদ্যোগে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে।’’ পাশাপাশি সিপিএমকে উদ্দেশ্য করে মমতা বলেন ‘‘আপনারা লোকের জমি জোর করে দখল করতে গিয়েছিলেন। আমরা জমি ফেরত দিয়েছি।’’

দেড় দশক আগের প্রসঙ্গ টেনে এদিন উত্তরের সভা থেকে মুখ্যমন্ত্রী যেভাবে প্রাক্তন শাসককে ‘কাঠগড়ায়’ দাঁড় করিয়েছেন, তাতে জোর চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে৷ ওই মহলের মতে, নিজের গা থেকে শিল্পবিরোধী তকমা ঘুচিয়ে ফেলতে ফি বছরই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে থাকেন মুখ্যমন্ত্রী৷ ইতিমধ্যে শিল্পায়নের স্বপক্ষে একাধিক সরকারি পদক্ষেপও নিয়েছেন৷ তারপরেও সিঙ্গুরের ‘ক্ষত’ যে এখনও যায়নি, মুখ্যমন্ত্রীর বয়ানে এদিন সেটাই স্পষ্ট হয়েছে বলে মত ওই মহলের৷

- Advertisement -

বস্তুত, এদিন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মুখে একথা শোনা গিয়েছে, ‘‘জায়গার তো অভাব নেই। আমরা এত প্রজেক্ট করেছি, কই জোর করে তো জমি আমরা নিইনি।’’মমতা জানান, বাংলায় কোচ ফ্যাক্টরি হচ্ছে। দেউচা পাচামির মতো দ্বিতীয় বৃহত্তম শিল্পতালুক হচ্ছে। বাংলায় তাজপুর বন্দর হচ্ছে, হাসিমারাকেও সিভিল এয়ারপোর্ট করার চেষ্টা হচ্ছে । তিনি আরও বলেন, এই রাজ্যে শিল্পপতিদের নিয়ে কোনওরকম ভেদাভেদ করা হয় না। রাজ্য চায়, সকলে এখানে বিনিয়োগ করুক, কর্মসংস্থান তৈরি হোক।

বস্তুত, ২০০৬ সালে ২৩৫টি আসনের ভিত্তিতে ক্ষমতায় ফিরে ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে রাজ্যে শিল্পায়নের স্বপক্ষে তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ যদিও তৎকালীন বিরোধী তৃণমূলের টানা আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বাংলা থেকে নিজেদের ন্যানো প্রকল্পকে গুজরাটে নিয়ে চলে যান রতন টাটা৷ তখন থেকেই বারে বারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শিল্পবিরোধী তকমা জুড়ে দেওয়ার চেষ্টা দেখা গিয়েছে বাম শিবিরে৷ এদিন প্রকারন্তের সেই তকমা বামেদের ঘাড়েই ফেরাতে চেয়েছেন মুখ্যমন্ত্রী৷ যা নিয়ে দেড় দশক পর সিঙ্গুর ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি৷

আরও পড়ুন: TET: পাবলিক টয়লেট বন্ধ করে দিচ্ছে পুলিশ, কোথায় গেল মানবাধিকার সংগঠন-প্রশ্ন প্রিয়ঙ্কার

https://play.google.com/store/apps/details?id=app.aartsspl.khaskhobor