Bypoll in Bengal: উপ নির্বাচনে বিজেপিকে চার গোল দিতে শনিবার থেকে ময়দান কাঁপাবে TMC

গত নির্বাচন ও উপনির্বাচনেও প্রচারের ঝড় তুলেছিলেন তৃণমূলে যুবরাজ। আবারও রাজনীতির ময়দানে ঝড়ো ব্যটিং করার প্রস্তুতি নিচ্ছেন।

0
92

কলকাতা: ৩-০ এর পর এবার তৃণমূলের লক্ষ্য ৪-০ করার। আগামী ৩০ অক্টোবর চার কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। সেই নির্বাচনে লড়াই করার জন্য সর্বশক্তি দিয়ে আগামী শনিবার থেকেই ময়দানে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলার ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। দুর্গাপুজোর পর লক্ষ্মীদেবীর আরাধোনা সম্পন্ন করেই প্রথমেই ময়দানে নামতে চলেছেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চার কেন্দ্রেই বিপুল জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল এই কথা দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে।

গত নির্বাচন ও উপনির্বাচনেও প্রচারের ঝড় তুলেছিলেন তৃণমূলে যুবরাজ। আবারও রাজনীতির ময়দানে ঝড়ো ব্যটিং করার প্রস্তুতি নিচ্ছেন। আগামী ৩০ অক্টোবর চার কেন্দ্র খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটায় হবে উপনির্বাচন। জয় নিশ্চিত করেই তৃণমূল শুরু করবে প্রচার। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সোমবার সাংবাদিকদের বলেন, “আমরা ৪-০ ব্যবধানে জয়ী হওয়ার ব্যাপারে নিশ্চিত। কিন্তু আমরা আত্মতৃপ্ত হব না এবং নির্বাচন কমিশনের করোনা বিধিনিষেধ মেনে পুরোদমে প্রচার চালাব।” তিনি আরও জানিয়েছেন অভিষেক চারটি আসনেই প্রচার করবেন।

- Advertisement -

আরও পড়ুন- UP Polls : বিজেপিকে চাপে ফেলতে ব্রাহ্মণের বিরুদ্ধে ব্রাহ্মণ প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএসপির

আগামী শনিবার অর্থাৎ ২৩ অক্টোবর থেকে অভিষেকের প্রচার শুরু করার কথা রয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে আগামী ২৩ অক্টোবর থেকে খড়দহ ও গোসাবায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনহাটায় ২৫ তারিখ ও ২৬ তারিখ শান্তিপুরে প্রচারে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই প্রচারের তালিকা প্রস্তুও চলছে। তৈরি করা হয়েছে তারকা প্রচারকদের তালিকাও। সেই তালিকায় রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক মন্ত্রী।

 

রাজ্যের পরিবহণ মন্ত্রী ও কলকাতার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম আগামী ২৩ অক্টোবর থেকে কোচবিহারে প্রচার চালাবেন। উল্লেখ্য, গোসাবা এবং খারদহে নির্বাচন হয়েছিল কিন্তু দুই কেন্দ্রের তৃণমূলের বিজয়ী প্রার্থী ফল প্রকাশের আগেই মারা যান। সেই কারণেই ওই দুই কেন্দ্রে পুন্রায় উপ নির্বাচন হচ্ছে। অন্যদিকে দিনহাটা ও শান্তিপুর বিধানসভা আসন থেকে বিজেপি জয়ী হলেও বিজেপির দুই প্রার্থী বিজেপি সাংসদ থাকার জন্য বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। এই কারণেই এই চার কেন্দ্রে হতে হয়েছে উপনির্বাচন।

আরও পড়ুন- BJP’s conspiracy in Bangladesh : বাংলাদেশ কাণ্ডে বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল, তদন্তের দাবি কুণালের

তৃণমূল বিজেপি দুই দলই একে অপরকে জায়গা ছাড়তে নারাজ। গেরুয়া শিবিরও শুরু করেছে প্রচার। কিন্তু শুরুতেই ঘটে বিপত্তি। বিজেপির দিনহাটা প্রার্থী অশোক মণ্ডল এবং দলের নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী সোমবার প্রচারণার সময় হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উভয় বিরোধী নেতা দাবি করেছেন তৃণমূল কর্মী এবং সমর্থকদের একটি অংশ দিনহাটার বামনহাটা এলাকায় একটি বিক্ষোভ দেখায় ও তাঁদের দেখে ‘গো-ব্যাক’ স্লোগান দিয়েছে। পুজোর ছুটি কাটিয়ে ফের পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। এই চার কেন্দ্রে ২ নভেম্বর ফল প্রকাশিত হবে। কে কটা আসন জেতে সেটাই এখন দেখার পালা।