তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত এলাকা, জখম ডিআইজির ভাই

0
49

কামারহাটি: প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা ছড়াল কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে৷ ঘটনায় আক্রান্ত বাবলু ঠাকুর, যিনি রাজ্য পুলিশের ডিআইজি অজয় ঠাকুরের খুরতুতো ভাই!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পুরসভা নির্বাচনে কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রাইয়ের হয়ে কাজ করেছিলেন তৃণমূল কর্মী বাবলু ঠাকুর৷ নির্বাচন হয়ে যাওয়ার পর থেকে বাবলু আর দলের সঙ্গে কোনও যোগাযোগ না রেখে নিজের কাজ নিয়ে থাকতেন৷ বেলঘড়িয়া টেক্সমেকো কারখানায় কর্মরত বাবলু শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন৷ অভিযোগ সেই সময় রাস্তায় তার পথ আটকে দাঁড়ায় কাউন্সিলর নির্মলার অনুগামী ও তার দলবল৷

- Advertisement -

বাবলু ঠাকুরের অভিযোগ, ‘‘ওরা রাস্তা আটকে আমাকে ঘিরে ধরে এবং তৃণমূল কংগ্রেসে আবার পুনরায় যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে৷ আমি পরিষ্কাল জানিয়ে দিই, আমি কোন দল করব না৷ আমি আমার কাজ নিয়েই থাকব৷ তখনই কাউন্সিলরের অনুগামী টিল্লু সিং ও তার দলবল আমার উপরে চড়াও হয় এবং আগ্নেয়াস্ত্রের বাট দিয়ে আমাকে মারধর করে৷ ’’

ঘটনার পরই অভিযুক্ত কাউন্সিলর ও নেতা কর্মীদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বাবলু ঠাকুর৷ তবে ঘটনার পর থেকে তিনি যথেষ্ট আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন৷ যদিও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন কাউন্সিলর নির্মলা রাই৷ তিনি বলেন, ‘‘শুক্রবার রাতে শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার জন্য তৃণমূল কর্মীরা ব্যানার লাগাচ্ছিল এলাকায় এবং সেই সময় সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তার কর্মীদের ওপরে হামলা চালায়৷’’ যদিও সিপিএম নেতা প্রদীপ মজুমদার জানান, ‘‘এই ঘটনাটি সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের নির্যাস৷ নিজেদের গোষ্ঠী কোন্দল ঢাকা দেওয়ার জন্য কাউন্সিলার সিপিএমের ওপর মিথ্যা অভিযোগ তুলছে৷’’

আরও পড়ুন: দলের বিভীষণদের চিহ্নিত করেছি, হলদিয়ার সমাবেশ থেকে জানালেন অভিষেক