শোভন-ছায়া সরতেই কি ভোটে দাঁড়াবেন না দেবশ্রী, জল্পনা রায়দিঘিতে

0
504

খাস খবর, কলকাতা: টানা ১০ বছর ধরে এলাকার মানুষ তাঁর পাশে রয়েছেন৷ অন্তত খাতায় কলমে৷ অথচ নিজের জেতা রায়দিঘি কেন্দ্র থেকে এবারে আর ভোটে আর দাঁড়াতে চাইছেন না টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়৷

ইতিমধ্যে সংবাদমাধ্যমে এবিষয়ে মুখও খুলেছেন তিনি৷ দলের একটি সূত্রের খবর: সম্প্রতি এলাকায় টোটো কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ায় অপমানিত বোধ করেছেন নেত্রী৷ তাই নিজের জেতা কেন্দ্র থেকেই সরে দাঁড়াচ্ছেন তিনি৷

- Advertisement -

আরেকটি অংশের মতে, মাথা থেকে শোভন-হাত সরে যাওয়াতেই জয় নিয়ে অনিশ্চয়তা রয়েছে নেত্রীর মনেই৷ ফলে তিনি চাইছেন রায়দিঘি এড়াতে৷ ওই অংশেরই মতে, রায়দিঘির পরিবর্তে অন্য কোনও আসন দিলে হয়ত ভোটে দাঁড়াতেও পারেন তিনি৷

প্রসঙ্গত, সম্প্রতি ভোটে দাঁড়াবেন না বলে আগাম জানিয়ে রেখেছেন বারাসতের তৃণমূল বিধায়ক তথা বর্ষীয়ান টলিউড অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী৷ উড়িয়ে দিয়েছেন দল বদলের সম্ভবনাও৷ বলেছেন, ‘‘ব্যক্তিগত কারণেই তিনি আর ভোটে দাঁড়াতে চান না৷ সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চান৷’’

যদিও নিন্দুকেরা বলছেন, পরাজয় নিশ্চিত বুঝেই ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন চিরঞ্জিৎ৷ তবে কি দেবশ্রীও সেই পথই অনুসরণ করছেন? এবিষয়ে দলের অন্দর থেকেই উঠে আসছে একাধিক তথ্য৷ একটি অংশের মতে, দলের একাংশ লোকের মদতে রায়িদিঘিতে টোটো কেলেঙ্কারিতে স্থানীয় বিধায়ক হিসেবে দেবশ্রীর নাম জড়ানো হয়েছিল৷ অথচ বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন না৷ স্বভাবতই, সংশ্লিষ্ট ঘটনার জেরে নেত্রী যথেষ্ট অপমানিত বোধ করেছেন৷ ওই ঘটনার পর তাঁর পক্ষে আর সম্ভব নয় এলাকার মানুষের কাছে ভোট ভিক্ষে চাইতে যাওয়া৷

অপর একটি অংশের মতে, পালা বদলের সময় শোভনের হাত ধরেই কিন্তু তৃণমূলে এসেছিলেন দেবশ্রী এবং ২০১৬ সালের নির্বাচনে তাঁকে জেতাতে গুরুদায়িত্ব পালন করেছিলেন শোভন চট্টোপাধ্যায়৷ পরিস্থিতি বদলেছে৷ শোভন এখন বিজেপিতে৷

শুধু তাই নয়, সম্প্রতি রায়দিঘিতে রাজনৈতিক কর্মসূচি থেকে শোভন-বৈশাখী কার্যত দেবশ্রীকে ভোট না দেওয়ারই আর্জি জানিয়ে এসেছিলেন৷ রায়দিঘির মানুষের কাছে প্রকাশ্যে শোভনকে ক্ষমা চেয়ে নিতে দেখা যায় এই জন্য যে তিনি গতবারে দেবশ্রীর জন্য ভোট চেয়েছিলেন৷

প্রসঙ্গত, এলাকায় এখনও শোভনের সাংগঠনিক ক্ষমতা ইর্ষণীয়৷ স্বভাবতই, শোভনের আর্শীবাদ সরে যাওয়ায় আর সংশ্লিষ্ট এলাকা থেকে ভোটে দাঁড়ানোর সাহস অভিনেত্রী দেখাতে পারছেন না বলেই ওই মহলের অভিমত৷ যদিও এসব জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ দেবশ্রী৷

অভিনেত্রীর কথায়, ‘‘আমি একজন শিল্পী। সম্মানের সঙ্গে বড় হয়েছি। তাই কেউ অপমান করলে তা নিয়ে চলতে অসুবিধা হয়।’’ যদিও নিন্দুকেরা বলছেন, জিততে পারবেন না বলে সরাসরি কেন্দ্র পরিবর্তনের কথা না বলে ভোটে না দাঁড়ানোর প্রসঙ্গ তুলে ধরছেন তিনি৷