দলে ফিরতে চাওয়া সোনালীকে কটাক্ষ দেবাংশুর

যোগ্য মর্যাদা না পেয়ে দল ছেড়েছিলেন। হাতে তুলে নিয়েছিলেন নয়া দলের পতাকা। সেই দলেও নাকি এখন দম বন্ধ হয়ে আসছে।

0
93

খাস খবর ডেস্ক: যোগ্য মর্যাদা না পেয়ে দল ছেড়েছিলেন। হাতে তুলে নিয়েছিলেন নয়া দলের পতাকা। সেই দলেও নাকি এখন দম বন্ধ হয়ে আসছে। তাই পুরনো দলে ফিরতে চাইছেন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার তথা সাতগাছিয়ার বিধায়ক সোনালী গুহ। দলের সেই প্রাক্তন বিধায়ককে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

আরও পড়ুন- ভারতীয় রেলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারেন

- Advertisement -

ভোটের আগে প্রার্থী তালিকা ঘোষণার সময়ে দলনেত্রীর মুখে তাঁর নাম শোনা যায়নি। বুঝে গিয়েছিলেন যে আর বিধায়ক হওয়া তাঁর হচ্ছে না। দলের অন্য কোনও পদেও তাঁকে আসীন করা হয়নি। সেই আরণে চোখ ভেজা কান্না নিয়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তৃণমূলের দুর্দিনের সৈনিক সোনালী গুহ। ভোট মিটতেই তিনিই ফের তৃণমূলের ফেরার আবেদন জানালেন।

আরও পড়ুন- কোভিড আক্রান্ত রোগী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হলে কি করবেন, কি বলছে আইসিএমআর

এই বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। সোনালি গুহ-র তৃণমূলে ফেরার আবেদনের বিষয়টি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন দলের প্রাক্তন বিধায়কের প্রতি। তিনি লিখেছেন, “‘হাওয়া’ নেই! তাই ওইদিকে ‘শ্বাসকষ্ট’ শুরু হল এবার! আমি দলকে মেন পার্টি অফিসের বাইরে একটা গুদাম ঘর বানাতে বলেছিলাম ভোটের আগে.. দল বানালো না! ধুর! এখন এত ক্ষমা প্রার্থনার চিঠি সব রাখবে কোথায় বলুন তো?”

সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক শনিবার টুইটারে তাঁর প্রিয় দিদির উদ্দেশ্যে লিখেছেন, “সম্মানীয়া দিদি, (Mamata Banerjee) আমার প্রণাম নেবেন। আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত। কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন। ধন্যবাদান্তে, আপনার স্নেহের সোনালি গুহ (Sonali Guha)৷’’

আরও পড়ুন- স্বামী বিক্রি করে নামিয়েছে দেহ ব্যবসায়, বাংলাদেশ পালাতে গিয়ে ধরা পড়ল স্ত্রী