শুভেন্দু ঘনিষ্ঠ রাখালের দাবি ঘিরে শুরু রাজনৈতিক চাপান উতোর

0
271

কাঁথি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ গ্রেফতার রাখাল বেরা কাঁথি আদালতে চিৎকার করে স্বেচ্ছায় মৃত্যু আবেদনের দাবি করেন। একাধিক মিথ্যা মামলায় জেল খাটার থেকে মৃত্যু অনেকটাই ভালো এমনটাই আইনজীবী মারফত দাবি করলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ রাখাল বেরা। যদিও তিনি এখনও পর্যন্ত লিখিত কোনও আবেদন দেননি।

এনিয়ে কার্যত তৃণমূল ও বিজেপি মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। দুই রাজনৈতিক দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েননি পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।

- Advertisement -

এবিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “গ্রেফতার রাখাল বেরা স্বেচ্ছায় মৃত্যু আবেদন করেছেন। প্রথমত, নিম্ন আদালতে স্বেচ্ছায় মৃত্যু আবেদন করা যায় না। দ্বিতীয়ত, হচ্ছে এই সকল বাহানা ছলনা করে কোনও লাভ হবে না। দোষ করলে শাস্তি পেতেই হবে। তদন্ত থেকে বেরিয়ে যাওয়া আবেদন, তদন্তকে সহযোগিতা না করা। তার মানে এটাই প্রমাণ হচ্ছে এই সকল ঘটনার সঙ্গে তিনি জড়িয়ে পড়েছেন। আইনের প্রতি তার ভরসা নেই। মানুষ প্রতারিত হয়েছেন। কোথাও অভিযোগ হয়েছে নিরাপত্তা রক্ষী মৃত্যু , চাকুরির নামে টাকা নেওয়া।”

তিনি আরও কটাক্ষ করে বলেন, “তিনি কার প্ররোচনায় এই সকল কাজকর্ম করেছিলেন। সেটা বলে দিলেই কাজ শেষ। চাকুরির নাম করে টাকা তুলেছেন কার নির্দেশে এই কাজকর্ম করেছেন। তিনি আইনের কাছে পষ্ট করে সব কিছু বলুন। তাহলে স্বেচ্ছায় মৃত্যু আবেদন কেনও করতে যাবেন।”

এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “কাঁথির একটি সংস্থা চাকরি দেওয়ার নাম করে কিছুজন টাকা তুলে নিয়েছে, এই অজুহাত দেখিয়ে রাজ্যের বিরোধী দলনেতা যেহেতু সহযোগী তাকে বারেবারে মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করা হচ্ছে। আমরা জানলাম স্বেচ্ছায় মৃত্যু আবেদন করেছেন। এ বিষয়ে সুশীল সমাজ ভাববেন। পশ্চিমবঙ্গের নোংরা রাজনীতির খেলা শুরু হয়েছে। চরিত্রহীন একটি রাজনৈতিক দল। তৃণমূল যা শুরু করেছে আগামী দিনে যা ফল হবে কোনটাই সমাজের পক্ষে ভালো হবে না। মানুষকে অনুরোধ জানাই এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তা না হলে আগামী দিনে অনেকে মিথ্যা মামলায় জেল খাটতে হবে।”