CPIM-র পার্টি অফিস দখল করে তাণ্ডব, ধস্তাধস্তিতে আক্রান্ত প্রার্থী

0
31

খাস ডেস্ক: বেশ কয়েকদিন আগেই ভোটের ফল প্রকাশ হয়েছে। চার পুরসভাতেই বিপুল পরিমাণে জয় লাভ করেছে তৃণমূল। বাকি পুরসভা গুলির আসন্ন নির্বাচন চলতি মাসের ২৭ তারিখ। যার জেরে প্রস্তুতি এখন তুঙ্গে।

এরই মাঝে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দমদম। নির্বাচনীর আগেই সিপিএমের পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদম পুরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ সুভাষনগর সাউথের মোড়ে।

- Advertisement -

জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দক্ষিণ দমদম পুরসভার ৬ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী তানিয়া ঘোষের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারের জন্য পার্টি অফিসে জড়ো হয় সিপিএম কর্মী সমর্থকরা। অভিযোগ, সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা ওই পার্টি অফিস দখল নিতে আসে। এরপরেই দু’পক্ষের মধ্যে বচসা বাধে। যা পরে হাতাহাতি ধস্তাধস্তিতে পরিণত হয়।

অভিযোগ, দুই পক্ষের হাতাহাতিতে স্থানীয় সিপিএম কর্মী সমীর ঘোষ আহত হন। দলীয় কর্মীর আক্রান্ত হয়েছে শুনেই ঘটনাস্থলে পৌঁছান সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও পলাশ দাশ। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় দমদম থানার বিশাল পুলিশ বাহিনী।

এই ঘটনার প্রতিবাদে সুজন চক্রবর্তীর নেতৃত্বে ৬ নং ওয়ার্ডে সিপিএমের প্রতিবাদ মিছিল বের হয়। এরপরেই সিপিএমের মিছিলের পিছনেই পাল্টা ‘খেলা হবে স্লোগান’ দিয়ে তৃণমূল মিছিল বের করে। নিয়ে। দুই দলের মাঝে পুলিশ প্রহরীর মত ভূমিকা পালন করে। যদিও এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।