এবার মমতার প্রশংসায় পঞ্চমুখ শোভন-বৈশাখী, শুরু দলে ফেরার গুঞ্জন 

0
78

কলকাতা: যত দিন যাচ্ছে ততই বদলাচ্ছে বঙ্গের রাজনৈতিক সমীকরণ। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার লাইন লম্বা হচ্ছে। সোমবার মাতৃহারা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মাতৃবিয়োগের পর একদা সহকর্মী বাড়িতে গিয়েছিলেন বলে শোভন-বৈশাখী জানালেও সেখান থেকেই শুরু হয়েছে তাঁদের দলে ফেরার নতুন জল্পনা। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়েই বৈশাখীর গলায় শোনা যায় মমতার দরাজ প্রসংশা।

গত সপ্তাহে ফের পুরানো দল তৃণমূলে ফিরেছেন মুকুল রায়। তার পরেই এবার শোভন-বৈশাখীকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মহলের মতে সর্বদা চর্চিত এই যুগলের তৃণমূলে ফেরার রব উঠেছে নতুন করে। পার্থ চট্টোপাধ্যায়ের মা শিবানী চট্টোপাধ্যায় রবিবার প্রয়াত হন। তার পর থেকেই সেখানে এমন সব ব্যক্তিদের দেখা যাচ্ছে তাতে দলবদলের আগুনে আরও বেশী করে ঘি পড়ছে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কোনও রাজনৈতিক কথা হয়নি বলেই জানিয়েছেন শোভন চট্টোপাধ্যায়। রাজনীতি নিয়ে কথা বলার মানসিকতা কারও ছিল না বলেই জানান তিনি। তবুও চর্চা থামছে না।

- Advertisement -

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেড়িয়েই মমতার প্রসংসায় পঞ্চমুখ হতে দেখা যায় বৈশাখীকে। নারদা কাণ্ড নিয়ে তিনি বলেন, ‘কঠিন সময়ে উনি যেভাবে উদ্বেগ প্রকাশ করেছেন, পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন সেটা কখনওই ভোলা যায় না৷ উনি ওনার বাকি তিন সহকর্মীর প্রতি যতখানি চিন্তিত ছিলেন, শোভনের বিষয়েও ততটাই চিন্তিত ছিলেন৷ বিশেষত যেভাবে উনি সঙ্কটের সময় পাশে থেকেছেন, তাতে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা থাকে না৷ মুখ্যমন্ত্রীর আমাদের পরিবারের মতোন। মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনের আন্তরিকতার সম্পর্ক। শোভনের কথা বলতে হলে বলি, যতই যেখানে রাজনৈতিক তরজা হোক, রাজনৈতিক পার্থক্য হোক, কাননের কাছে দিদিমণির স্থান অথবা দিদিমণির কাছে কাননের স্থান কখনই বদলাবে না।’

দলে ফেরা নিয়ে মুখে কিছু না বললেও ‘মুখ্যমন্ত্রীর আমাদের পরিবারের মতোন’ বৈশাখীর এই কথাই অনেক কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে বলে মত রাজনৈতিক মহলের। শুধু শোভন-বৈশাখী নয় মা মারা যাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন নির্বাচনের আগে বিজেপি যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার শিল্পমন্ত্রীর বাড়িতে সমবেদনা জানাতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।