By-Election: ভোট না দিলে দেখে নেব, হুমকির জেরে উধাও শান্তিপুরের ‘শান্তি’

0
30

খাস খবর ডেস্ক: রাজ্যের চার কেন্দ্রে চলছে উপনির্বাচন। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হলেও এখন বিক্ষিপ্তভাবে অশান্তির খবর সামনে আসছে। কোথাও বিজেপি কর্মীকে বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, কোথাও বিজেপি এজেন্ট বসাতে হুমকি দেওয়া হচ্ছে বিজেপি কর্মীকে। আবার কোথাও দেখা যাচ্ছে ভোটারদের হুমকি দুষ্কৃতীদের।

আরও পড়ুনঃ contai : কাঁথিতে প্রকাশ্যে এল শাসকের কোন্দল, রাজনীতি ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি মৎসমন্ত্রীর ছেলের

- Advertisement -

শান্তিপুর বিধানসভার বাগাচরা গ্রাম পঞ্চায়েতের ৩০ বুথের অজয় পল্লী এলাকার ঘটনা। জানা গিয়েছে, মোটরসাইকেলে করে কয়েকজন দুষ্কৃতী এলাকায় ঢুকে জোরে জোরে চিৎকার করে সকলকে হুমকি দিতে থাকে। বলা হয় তৃণমূলকে ভোট না দিলে পরে দেখে নেওয়া হবে।

আরও পড়ুনঃ Local Train: রেলের চাকার সঙ্গে গড়াবে জীবনের চাকাও, খুশি সাধারণ মানুষ

অন্যদিকে, এই এলাকায় এর আগের নির্বাচনগুলিতে বিজেপি ব্যাপক লিড পেয়েছে। সেই কারণেই তাঁদের এমন হুমকি বলে মনে করছেন এলাকার বিজেপি নেতৃত্ব এবং বিজেপি প্রার্থী। তাঁদের দাবি, গত বিধানসভা ভোটে তৃণমূল এখানে পরাজিত হয়েছে। সেই আতঙ্কে সাধারণ মানুষকে হুমকি দেখাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

পাশাপাশি এদিন, বিজেপি এজেন্টকে প্রাননাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। বিজেপির বুথ সভাপতি তথা বিজেপি এজেন্ট আজ যখন বুথের ভিতরে ছিলেন, তখন তাঁর বাড়ির উপর প্রাণ কেড়ে নেওয়ার হুমকি আসে। ভয়ে ওই এজেন্ট বুথ ছেড়ে বাড়িতে চলে আসেন। বুথ সভাপতি অমিত সরকারের কথায়, ‘যেহেতু তিনি বিজেপির ২৫০ নম্বর বুথের এজেন্ট হয়েছেন, সেই কারণেই তাঁর বাড়ির উপর এই হামলা চালানো হয়। এদিন তিনি যখন বুথের দায়িত্বে ছিলেন তখনই তাঁর বাড়িতে হুমকি দেওয়া হয়। এই কারণেই কার্যত বুথ ছেড়ে চলে আসতে হয় তাঁকে।