শিক্ষা মন্ত্রণালয়ের খামের ভেতরে নগদ টাকার স্তূপ রয়েছে: Suvendu

0
142

কলকাতা: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সক্রিয় ইডি। শুক্রবার সকাল থেকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে জেরা করছিল ইডি। এবার আরও বড় ঘটনা সামনে এল। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকার বেশি পরিমাণ অর্থ উদ্ধার করেছে ইডি। কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো কমিটি নাকতলা উদয়ন সঙ্ঘের উদ্যোক্তা পার্থ চট্টোপাধ্যায়। জানা গিয়েছে এই অর্পিতা মুখোপাধ্যায় নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর প্রচারের মডেল ছিলেন। অর্পিতা মুখোপাধ্যায় পেশায় একজন আইনজীবী বলে জানা গিয়েছে।

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, “এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গল মডেল যেখানে নিয়োগ কেলেঙ্কারিতে অবৈধ উপায়ে টাকা চুরি হয়, এখন প্রকাশ্যে বেরিয়ে আসছে। পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। সত্যিই, তৃণমূল দুর্নীতির সব রেকর্ড ভেঙে দিচ্ছে।” এছাড়াও বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, “এই সরকার যতদিন আছে, স্বচ্ছ নিয়োগ পদ্ধতি নিয়ে আসতে পারবে না।”

- Advertisement -

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নাকতলা উদয়নের মডেল ছিলেন অর্পিতা

তিনি আরও বলেন, “২০ কোটি টাকা পাওয়া গিয়েছে। এত বড় আইনজীবী যে আছেন, তা তো জানা ছিল না। তিনি নগদেই বাড়িতে ২০ কোটি টাকা রেখে দিয়েছেন।”

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন, অর্পিতা মুখোপাধ্যায়ের বাসভবন থেকে ইডি দ্বারা ২০ কোটি নগদ উদ্ধার করা হয়েছে। এসএসসি কেলেঙ্কারি মামলায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের খামের ভেতরে নগদ টাকার স্তূপ পাওয়া গিয়েছে। তাদের গায়ে জাতীয় প্রতীক ছাপা।”