দীপ্তাংশুকে প্রার্থী মানতে নারাজ, দুর্গাপুরে পার্টি অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

0
431

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: বিজেপি প্রার্থীদের নিয়ে কর্মীদের ক্ষোভ অব্যাহত৷ জেলায় জেলায় পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেই চলেছে৷ এবার প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি কর্মীরা৷ বিক্ষুব্ধ কর্মীদের বক্তব্য, তৃণমূলত্যাগী দুর্নীতিপরায়ণ দীপ্তাংশুকে তাঁরা প্রার্থী হিসাবে মানতে নারাজ৷ তাই প্রার্থীর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা৷

শুক্রবার সকালে দুর্গাপুরের ঘটনা৷ দুর্গাপুর পূর্বে প্রার্থী করা হয়েছে অবসরপ্রাপ্ত কর্ণেল দীপ্তাংশু চৌধুরীকে৷ ২০১১ সালে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন তিনি৷ কিন্তু ২০১৪ সালে বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেন৷ ছ’বছর পর ফের বিজেপিতে ফিরে আসেন তিনি৷ এমন লোককে প্রার্থী করা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপির কর্মী-সমর্থকরা৷

- Advertisement -

বৃহস্পতিবার ১৫৬টি আসনে প্রার্থীদের নামের সঙ্গে দীপ্তাংশুর নামও ঘোষণা করা হয়৷ তারপর থেকেই এই কেন্দ্রে বিজেপি কর্মীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে৷ বৃহস্পতিবার রাত থেকেই বিজেপি কর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে প্রথমে বিক্ষোভ ও পরে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন তাঁরা৷ শুক্রবার সকালেও কার্যালয়ের বাইরে একই দৃশ্য দেখা যায়৷

বিক্ষুব্ধদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী বদল করতে হবে৷ নইলে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে৷ সব মিলিয়ে টানটান উত্তেজনা দুর্গাপুরে৷ তাদের এই দাবির কথা ই-মেল মারফত জেপি নাড্ডার কাছে জানানো হয়েছে৷ উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকরা জানিয়েছেন, তৃণমূলত্যাগী দুর্নীতিপরায়ণ এই প্রার্থীকে তাঁরা মেনে নেবেন না৷ দলীয় কর্মীরা ক্ষোভ উগরে দেন দলের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুইয়ের বিরুদ্ধেও৷

এদিকে কর্মীদের বিক্ষোভ আঁচ ঘরে বসেই টের পেয়েছেন দীপ্তাংশু চৌধুরী৷ তবে তিনি জানান, তাঁকে নিয়ে ক্ষোভ থাকতে পারে৷ কিন্তু এতে দলের কোনও ক্ষতি হবে না৷ শুক্রবার কাঁকসার বাঁশকোপা গ্রামে নিজের হাতে দলীয় প্রতীক এঁকে প্রচার শুরু করে দেন৷ অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তানশু চৌধুরীর দাবি, বাম, তৃণমূল কংগ্রেসের অপশাসনের জবাব দিতে তৈরি বাংলার মানুষ৷