সারা দেশে সুশাসন করতে বিজেপি আসছে: দিলীপ ঘোষ

0
440

পলাশ নস্কর, বিধাননগর ব্যুরো: সাম্প্রতিক সময়ে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সাংসদ সুনীল মণ্ডল তৃণমূল ছেড়ে একের পর এক নেতা চলে যাচ্ছেন। তালিকায় হুগলীর প্রবীর ঘোষাল থেকে হাওড়ার রাজীব বন্দ্যোপাধ্যায়, লক্ষীরতন শুক্লা, বৈশালী ডালমিয়া কি বলবেন।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, “আমি অনেক বছর আগেই বলেছিলাম এই পার্টিতে কোনো ভদ্রলোক থাকতে পারেন না। আর পার্টিটাই থাকবে না। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। এখন চলছে। অনেকেই নড়াচড়া করছেন। অনেকেই সাহস করে আসছেন। ১৫ ফেব্রুয়ারির পর দেখবেন স্রোত লেগে যাবে পার্টি ছাড়ার”।

- Advertisement -

আক্ষেপ করে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন ছেলেকেও আটকে রাখতে পারলাম না। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, “ঠিকই আছে। যাকে দেখে দিদি দিদি বলে এসেছিল ছেড়ে চলে গিয়েছে। উনি কি করে আটকাবেন। সারা দেশে পরিবর্তনের হাওয়া। বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ দেখেছে সারা দেশে বিজেপি সুশাসন দিয়েছে। তাই বিজেপির দিকে আসছে। আটকে রাখলে তো হবে না। বাংলার এবং নিজেদের কথা ভেবে এখানে সবাই আসছে”।