মিডিয়া থেকে জুডিশিয়ারি সকলকে কিনে নিয়েছে বিজেপি: মমতা

0
70
mamata banerjee

কলকাতা: নিয়োগে দুর্নীতি হয়েছে৷ তবে তা শুধরে নিতে প্রস্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার টিএমসিপির ঐতিহাসিক সমাবেশ মঞ্চ থেকে বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের একটি রায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উনি একটি রায়ে বলেছিলেন, কাজ করতে গেলে কেউ ভুলে করে থাকলে সেটা রেকটিফাই করে নিতে পারে৷ কিন্তু আমরা সেই সুযোগ পাইনি৷ সুযোগ পেলে ভুল শুধরে নিতে প্রস্তুত আছি৷’’

একই সঙ্গে সিপিএম এবং শুভেন্দু অধিকারীকে একই বন্ধনীতে রেখে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘‘আজ তৃণমূলকে বলছে চোর৷ আমি যদি রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, তাহলে আমি আমাদের বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথার রটনা করছে তাদের জিভ টেনে ছিঁড়ে নিতাম৷’’ বলেছেন, ‘‘একটা পার্টির নামে বদনাম করা হচ্ছে৷ এখনও বিচার হয়নি৷ এখনও প্রমাণ হয়নি৷ মিডিয়া ট্রায়াল চলছে৷ বিজেপি মিডিয়াকে যা বলবে ওরা তাই করব৷ মিডিয়া থেকে শুরু করে জুডিশিয়ারি, পলিটিক্যালি পার্টিগুলোকে ভয় দেখিয়ে পেগাস্যাস করে সকলকে পরাধীন করে দেওয়া হয়েছে৷’’

- Advertisement -

নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘১০ হাজারের বেশি পড়ুয়াকে এই ১০ লাখ টাকার মতো আমরা স্মার্ট কার্ড দিচ্ছি৷ আগে কেউ ভাবতে পেরেছেন? একটা গরিব ছেলে, এমনকি যার স্টাডি ব্রেক হয়ে গেছে, ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট দিচ্ছি তার পড়াশোনার জন্য৷ ৩০ হাজার ছেলে মেয়ে এখনও পেয়ে গিয়েছেন৷ কোথাও দেখাতে পারবেন না৷’’

সরব হয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গে, ‘‘হাজরটা ঘটনার মধ্যে ১১ বছরের শাসনে টাকা পাইনি৷ কোনও সুযোগ সুবিধা পাইনি৷ শুধু লাঞ্চনা পেয়েছি৷ বঞ্চনা পেয়েছি৷’’ এরপরই সিপিএম ও শুভেন্দুকে একই বন্ধনীতে রেখে আক্রমণ তীব্রতর করে বলেছেন, ‘‘তা সত্ত্বেও শিক্ষা নিয়ে এত অপপ্রচার করা হচ্ছে৷ বিষয়টা আদালতের রয়েছে, তাই সেটা নিয়ে বলব না৷ কিন্তু আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে৷ আর সিপিএমের আমলে কতজন চাকরি পেয়েছে৷ লিস্ট কোথায়? আলমারি কোথায়? ডকুমেন্ট কোথায়? কারা চাকরি পেয়েছে? পয়সা নিয়েছো, আর চাকরি দিয়েছে৷ ওই দত্তক অধিকারীই আমাকে রোজ বলত৷ তাই সিস্টেমটা ওরাই ভালো জানে৷ আর আজ ওরা তৃণমূলকে বলছে চোর৷’’

বলেছেন, ‘‘কেউ চুরি করে থাকলে আদালতে তার শাস্তি দিতে হবে৷ আপনাদের একটু সময় দিতে হবে৷ স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টা চাকরি দিয়েছি৷ কমপ্লেন কটা গেছে? কমপ্লেন গিয়েছে ২৫০ টা! এতজন চাকরি পেল, সেটা দেখছে না৷ শুধু কুৎসা করা হচ্ছে৷’’

আরও পড়ুন: অনুব্রত ‘ক্ষত’ মেরামতে বীরভূম সফরে তৃণমূল নেত্রী