‘পিছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। ভাইপোর দম বন্ধ হয়ে যাচ্ছে৷’

0
63

কলকাতা: একটি মন্তব্য এবং সেই সূত্রেই হাজারও বিতর্কের জন্ম৷ শাসকের শর্ট বলের ১৬ আনা সুফল ঘরে তুলতে কালক্ষেপ করেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷৷ বুধের সকালে প্রাতঃভ্রমণে এসে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক দাবি সামনে এনেছেন তিনি৷ দিলীপের দাবি, ‘ওনার বোঝা উচিত ছিল যে তার পার্টির লোকেরা তাকে চাইছে না মুখ্যমন্ত্রী হিসেবে। তাই তিনি পিছনের দরজা দিয়ে আবার মুখ্যমন্ত্রী হয়ে গেলেন! তাই পার্টির লোকেদের, ভাইপোর দম বন্ধ হয়ে যাচ্ছে৷ তবু উনি কিছুতেই ছাড়ছেন না! তাই আবার হাওয়া তোলা হয়েছে!’’

দিলীপের মন্তব্যের নেপথ্যে রয়েছে মঙ্গলবার তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দারের করা একটি ‘নির্ভেজাল’  মন্তব্য৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ এ প্রধানমন্ত্রী এবং অভিষেককে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভবিষ্যৎবাণী করে মঙ্গলবার সোশ্যাল সাইটে একটি পোস্ট করেছিলেন অপরূপা৷ কিছুক্ষণ পরেই অবশ্য পোস্টটি ডিলিট করে দেন তিনি৷ যার জেরে নতুন করে বিতর্কের তাওয়ায় ফুটছে শাসকদলের অন্দর৷ সুযোগ বুঝে বুধের সকালে সেই জল্পনায় আরও একটু আগুন উস্কে দেওয়ার চেষ্টা করেছেন জঙ্গলমহলের ‘প্রাক্তন’ বাসিন্দাটি৷ নাম না করে অপরূপাদেবীর পোস্টটিকে সমর্থন করে দিলীপ-বয়ান, ‘‘এটাই আসল৷ এটা করানো হচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা ছাড়ছেন না। ২০১৯ থেকে দিদি প্রধানমন্ত্রী হবে বলে ব্যানার লাগিয়ে হাওয়া দিয়ে ব্রিগেডের সভা করে আওয়াজ দেওয়া হয়েছিল, দিদিকে দিল্লি পাঠাবার জন্য। দিদি ৩৪ থেকে ২২ নেমে গেল! বারোটা সিট গায়েব হয়ে গেল! তারপরে আবার গত জানুয়ারি ইলেকশনে হাওয়া দেওয়া হল, কিন্তু লোক ওখানে (নন্দীগ্রামে) হারিয়ে দিল। ওনার বোঝা উচিত ছিল যে তার পার্টির লোকেরা তাকে চাইছে না মুখ্যমন্ত্রী হিসেবে!’’

- Advertisement -

কেন এমন ‘হাওয়া’ তোলা হল, তার ব্যাখ্যাও দিয়েছেন ঘোষবাবু৷ বলেছেন, ‘‘তিনি পিছনের দরজা দিয়ে আবার মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। তাই পার্টির লোকেদের, ভাইপোর দম বন্ধ হয়ে যাচ্ছে! তবু উনি কিছুতেই ছাড়ছেন না! তাই আবার হাওয়া তোলা হয়েছে, যে এবার অনেক হয়েছে ২৪ এর মধ্যে আপনি বিছানা গুটিয়ে ফেলুন! দিল্লি যেতে হবে! ছেড়ে দিতে হবে গদি! এটা এক প্রকার মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে সরাবার জন্য এই ধরণের একটা মুভমেন্ট তৈরি করা হয়েছে।’’ দিলীপের এহেন মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শাসকের অন্দরে৷ কোথাকার জল কোন দিকে গড়ায়, আপাতত সেদিকেই নজর রাখছে সব মহল৷

আরও পড়ুন: জঙ্গলমহলে সত্যি কি মাওবাদী উপদ্রব, শাহকে ‘আসল’ তথ্য জানাবেন Suvendu Adhikari