অধীর-বিমান-সুজন- মুকুলকে কোটি কোটি টাকা দেওয়া হযেছে সারদা থেকে, চিঠি সুদীপ্ত সেনের

0
1210

স্টাফ রিপোর্টার: নির্বাচনের আগে রীতিমতো বোমা ফাটালেন প্রেসিডেন্সি জেলে থাকা সুদীপ্ত সেন। এবার সারদা কাণ্ডে নাম জড়াল একাধিক বাম-কংগ্রেস-বিজেপির প্র্থম সারির নেতার।

সম্প্রতি একটি চিঠি প্রকাশ্যে এসেছে। যদিও তার সত্যতা যাচাই করেনি খাস খবর। তাতে দেখা যাচ্ছে, প্রিসনার্স পিটিসনে এ প্রেসিডেন্সি জেলে থাকা সারদা কর্তা সিদুসারদা-কর্তা সুদীপ্ত সেন চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে।

- Advertisement -

চলতি মাসের ১ তারিখ এই চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে। সেই চিঠিতে সুদীপ্ত সেন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের তিনি বিশাল পরিমান অর্থ দিয়েছেন। এমনকী সেই অর্থের পরিমান কত, তাও লিখিতভাবে জানিয়েছেন সারদা কর্তা। কাকে কত টাকা দিয়েছেন?

সুদীপ্ত সেন এর বয়ান অনুযায়ী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ৬ কোটি টাকা, বামপরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ৯ কোটি টাকা। দেখা যাচ্ছে প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন ৬ কোটি টাকা, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ২ কোটি টাকা দিয়েছেন বলে জানিযেছেন সুদীপ্ত সেন। পাশাপাশি বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে বিশাল অঙ্কের টাকা দেওয়া হয়েছে বলে সুদীপ্ত সেন দাবী করেছেন এই চিঠিতে।

যদিও ঠিক কত টাকা মুকুল রায়কে দেওয়া হয়েছে তা বলতে পারেননি তিনি। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে সারদা-কর্তার আবেদন করেছেন, এর আগেও একাধিকবার সিবিআইকে সব জানানো সত্ত্বেও সঠিক তদন্ত হয়নি। এবার সঠিক তদন্ত হোক।

এই প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী খাস খবর কে ফোনে জানিয়েছেন , “গোটা বিষয়টি জালিয়াতি। উনি রাজ্যের অধীনে জেলে বন্দী, তাই এটা জোড় করে লেখানো হয়েছে। হঠাৎ ৯ বছর পর ভোটের আগে এমন চিঠি লেখার নিশ্চিতভাবে অন্য উদ্দেশ্য রয়েছে। আমরাও চাই তদন্ত হোক।”