সাহিত্য সম্রাটের স্মরণে বিশেষ উদ্যোগ সরকারি অফিসারদের

0
33

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: করোনা আবহে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন ডব্লউবিসিএস এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন। শনিবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মদিন উপলক্ষ্যে সারা রাজ্যের সাথে বাঁকুড়াতেও অনুষ্ঠিত হল রক্তদান শিবির৷ বাঁকুড়া শহরের চাঁদমারিডাঙ্গা ডিআরডিসি হলঘরে রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক কে রাধিকা আইয়ার। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন: দেহ ব্যবসার উদ্দেশ্যেই কি মেয়েকে অপহরণ, সন্দেহ মায়ের

- Advertisement -

প্রসঙ্গত, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রও পেশায় একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। সেকথা মনে করিয়ে উদ্যোক্তারা বলেন, ‘‘আমরা ডব্লউবিসিএস অফিসাররা প্রত্যেকেই একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করি। আমরা প্রত্যেকেই গর্বিত সাহিত্য সম্রাট আমাদের পূর্বসূরি। আর ঠিক সেই কারণেই বঙ্কিমচন্দ্রের জন্ম দিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে করোনা আবহের মধ্যেই রাজ্য জুড়ে সমস্ত বিধিনিষেধ মেনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷’’

আরও পড়ুন: এখন থেকে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার

জেলাশাসক কে রাধিকা আইয়ার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘চলতি অতিমারী পরিস্থিতিতে রক্তের চাহিদা বাড়ছে। একজন সুস্থ সবল মানুষ রক্তদান করলে কোন সমস্যার মধ্যে পড়বেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে শরীরে সেই রক্ত তৈরি হয়ে যাবে।’’ এই অবস্থায় সকলকে রক্তদানে এগিয়ে আসার আবেদন জানান তিনি। উদ্যোক্তা সংগঠনের বাঁকুড়া শাখার পক্ষে বিশ্বজিৎ ভট্টাচার্য সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে এই ধরণের রক্তদান শিবির মহকুমা ও ব্লক স্তরে সংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।