রাত পোহালেই গণনা, তুঙ্গে সবুজ আবিরের চাহিদা

0
63

বিশেষ প্রতিবেদন: বিক্রি বেড়েছে সবুজ আবিরের। বস্তায় বস্তায় মজুত সবুজ আবির। কারণ, রাত পোহালেই যে গণনা! ব্যবসায়ীরা বলছেন, যতটা আশা করেছিলেন তার চেয়ে বহুগুণ বেশি সবুজ আবির বিক্রি হচ্ছে৷ স্বভাবতই, অসময়ের লক্ষ্মীলাভে মুখের হাসি চওড়া হয়েছে ব্যবসায়ীদের৷

গড়িয়া থেকে গোয়ালতো়ড় কিংবা হাওড়া থেকে হাবড়া সর্বত্রই আবিরের দোকানে সবুজ আবিরের ঠাঁয় নাই ঠাঁয় নাই অবস্থা৷ বস্তার পর বস্তা সবুজ আবির এদিন সকালের পর বিক্রি হয়ে গিয়েছে৷ চাহিদা দেখে আরও আবির আনাচ্ছেন গঞ্জের ছোট ব্যবসায়ীরা৷ আচমকা আবিরের এহেন চাহিদা দেখে ব্যবসায়ীরা বলছেন, ভোটের ফল উপলক্ষ্যে যে পরিমাণ আবির বিক্রি হয়েছে তা হোলির সময়কেও হার মানাবে৷

- Advertisement -

কথা হচ্ছিল হাবড়ার পাইকারি বাজারে আবির বিক্রেতা বিষ্ণুপদ দাসের সঙ্গে৷ বলছিলেন, ‘‘লুকিয়ে চুরিয়ে লাভ নেই৷ শুধু মাত্র একটাই আবির বিক্রি হচ্ছে৷ সেটা হল সবুজ রং৷ স্বাভাবিকভাবে একটা বিষয় স্পষ্ট, হোলির জন্য নয়, এই আবির বিক্রি হচ্ছে ভোটের ফলাফলের উৎসবকে কেন্দ্র করে৷’’ আরেক আবির বিক্রেতা বিনয় সাহা বলেন, ‘‘যেহারে আবির বিক্রি হচ্ছে, তাতে আগে জানলে আরও স্টক বেশি রাখতাম৷’’

বস্তুত, রাজ পোহালেই রাজ্যের ১০৮টি পুরসভার ফল প্রকাশ হবে৷ স্বভাবতই, দিকে দিকে শাসকের জয় হবে ধরে নিয়েই বিজয় উৎসবের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন শাসকদলের নেতা, কর্মীরা৷ তারই জেরে এদিন বাজারে সবুজ আবিরের বিক্রি রীতিমতো মারাকাটারি৷ যদিও বিরোধীরা কটাক্ষের সুরে বলছেন, ‘‘লাজ, লজ্জা না থাকলে যা হয় আর কি! মানুষকে ভোটই দিতে দেয়নি, দেদার ছাপ্পা মেরে এখন আবার আবির মেখে ওরা বিজয় উৎসব করবে!’’

আরও পড়ুন: বুকের পাটা থাকলে নন্দীগ্রামে রি-কাউন্টিং হোক, শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্রের