পারিবারিক ঝামেলার রেশ গড়াল অ্যাসিড হামলায়, গ্রেফতার অভিযুক্ত, তদন্তে পুলিশ

0
35

মছলন্দপুর: পারিবারিক বিবাদ তুঙ্গে ওঠায় কিশোরীর ওপর অ্যাসিড হামলা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মছলন্দপুর কেবিন পাড়া এলাকায়। সূত্রের খবর, প্রতিবেশী সুদীপ দে ও তার মা উন্নতি দের হাতে আক্রান্ত হয় তুলসী সিংহ নামে এক মহিলা ও তার ভাই পলাশ ব্যাপারী। স্থানীয় মছলন্দপুর ফাঁড়িতে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত পলাশ ব্যাপারীকে গ্রেফতার করে ।

শুক্রবার রাত সোওয়া আটটা নাগাদ দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। পারিবারিক ঝামেলার রেশ গড়ায় অন্যদিকে। পলাশ ব্যাপারী সুদীপের ১৪ বছরের নাবালিকা বোনকে লক্ষ্য করে অ্যাসিড ছুঁড়ে মারে। মেয়েটির গালের ডান দিকে ও ঘাড়ে অ্যাসিড লাগে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বাউগাছি হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

- Advertisement -

আরও পড়ুন: উত্তর থেকে দক্ষিণে ধেয়ে আসছে ভারী বৃষ্টি, পূর্বাভাস দিল হাওয়া অফিস

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পলাশ ব্যাপারীকে গ্রেফতার করে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ। ধৃতকে শনিবার দুপুরে বারাসত আদালতে তোলা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পলাশকে পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।