রেল ও সড়ক পথে বিচ্ছিন্ন ত্রিপুরা

0
25

বিক্রম কর্মকার, ত্রিপুরা: ফের রেল ও সড়ক পথে বিচ্ছিন্ন হল ত্রিপুরা। প্রবল বর্ষন ও ভূমিধসের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতে রীতিমত আতঙ্কিত ত্রিপুরাবাসী। যদিও এই পরিস্থিতিতে বিকল্প পথ হিসাবে বাংলাদেশের ঢাকা হয়ে আগরতলা- কলকাতার মধ্যে প্রতিদিন দুটি করে বাস সার্ভিস চালু করার জন্য শ্যামলী পরিবহন সংস্থাকে অনুরোধ জানিয়েছে সরকার।

প্রবল বর্ষন ও ভূমিধসের ফলে সড়কপথে ত্রিপুরা সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর আগেও রেল সংযোগ ছিন্ন হয়ে যায়। বর্তমানে ত্রিপুরায় বন্ধ জাতীয় সড়ক, বন্ধ রেল। একমাত্র যোগাযোগের মাধ্যম উড়ান পথ। জানা গিয়েছে, মেঘালয়ের জয়ন্তীয়া পাহাড়ের লুমশ্লাঙ্গে ধস এবং প্রবল বৃষ্টিপাতের ফলে ৬নং জাতীয় সড়ক বন্ধ হয়েছে গিয়েছে।

- Advertisement -

আরও পড়ুন-ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ, দেশে বেড়েই চলছে সক্রিয় রোগীর সংখ্যা

এই পরিস্থিতিতে ত্রিপুরা সরকারের পক্ষে আগরতলা মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য সচিব ও পরিবহন সচিব জানিয়েছেন, রাজ্যে এখন নিত্য প্রয়োজনীয় সামগ্রী মজুত সন্তোষজনক রয়েছে। তবে গত দুইদিনের প্রবল বর্ষণের ফলে মেঘালয়ে খাসিয়া জয়ন্তীয়া পাহাড়ের লুমশ্লাঙ্গে ভূমিধসে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে বাংলাদেশের ঢাকা হয়ে আগরতলা- কলকাতার মধ্যে দুটি করে বাস সার্ভিস চালু করার জন্য শ্যামলী পরিবহন সংস্থাকে অনুরোধ করা হয়েছে বলে জানান হচ্ছে।

অন্যদিক, এদিন প্রবল বর্ষণে আগরতলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা। পাশাপাশি তাদের প্রয়োজনীয় জিনিস সাহায্যের সহযোগিতার আশ্বস্ত করেন তিনি। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ-সভাপতি রাজিব ভট্টাচার্যী সহ অন্যান্যরা।