Police Week 2022: কোভিডেও পুলিশ সপ্তাহ উদযাপন, একাধিক পুলিশ কর্মীকে সম্মানিত করলেন Chief Minister

0
85

আগরতলা: সোমবার ত্রিপুরায় পালিত হল পুলিশ সপ্তাহ ২০২২। প্রতি বছরই যথাযোগ্য মর্যাদার সাথেই এই অনুষ্ঠান উদযাপন করা হয়। এবারও তার অন্যথা হয়নি।

সোমবার আগরতলা অরুন্ধতীনগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ মাঠে পুলিশ সপ্তাহ উপলক্ষে প্যারেড কর্মসূচির আয়োজন করা হয়। সকল করোনা বিধি মেনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক ভি এস যাদব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। ওই রাজ্যের বেশ কয়েকজন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজের বক্তব্য রাখেন এবং রাজ্যের সকল পুলিশদের নিজেদের দায়িত্ব পালনের জন্য অভ্যর্থনা জানান। তিনি বলেন, নিষিদ্ধ মাদক দ্রব্যের ব্যবহার সম্পূর্ণরূপে উৎখাত করে যুব সমাজকে বদঅভ্যাস থেকে মুক্ত করে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে হবে যার জন্য সকলেই অঙ্গীকারবদ্ধ।

- Advertisement -

ত্রিপুরা পুলিশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতার মাধ্যমে সাফল্যের নজির গড়েছে। প্রতি বছর রাজ্য পুলিশ সহ বিভিন্ন বিভাগে দুর্নীতি ছাড়া সৎ পথে কর্মী নিয়োগ করা হয়। এই দিক থেকে স্বচ্ছ নিয়োগের উদাহরণ তৈরি করেছে রাজ্য। এই মুহূর্তে টিএসআর, পুলিশ সহ একাধিক বিভাগে সাড়ে ৩ হাজারেরও বেশী কর্মী নিয়োগ করা হচ্ছে।

উল্লেখ্য, ত্রিপুরায় করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে বিপ্লব দেবের সরকার ১০ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত গোটা রাজ্যে নাইট কার্ফু জারি করেছে। পাশাপাশি, বেশ কয়েকটি নিষেধাজ্ঞাও লাগু করা হয়েছে।