পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

0
128

বিক্রম কর্মকার, ত্রিপুরা: পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল গুহের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। এদিন দক্ষিণ ত্রিপুরা জেলা ভারতচন্দ্র নগর এলাকায় সমিতির আট জন সদস্যরা অভিযোগ এনে অনাস্থার প্রস্তাব দিল।

আরও পড়ুন-মালদহে পণ্যবাহী লরি উল্টে দুর্ঘটনা, আহত দুই

- Advertisement -

এদিন সমিতির চেয়ারম্যানসহ সদস্যদের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয় ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের কক্ষে। এই দিনের বৈঠকে সরকারি ভর্তুকি দেওয়া কৃষি সামগ্রী বেনেফিশিয়ারিদের মধ্যে বিলিবন্টন নিয়ে দুর্নীতির প্রমাণ সহ তথ্য তুলে ধরে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল গুহের বিরুদ্ধে।

বৈঠকে দাবি উঠে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল গুহের বরখাস্ত এবং শাস্তির। এদিন অনাস্থা প্রস্তাব স্বাক্ষর করেন ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ মোট আট জন সদস্য। এই পঞ্চায়েত সমিতির মোট ১১ জন সদস্যের মধ্যে ভাইস চেয়ারম্যান ছাড়া আরও দুই জন সদস্য অনুপস্থিত ছিলেন। যে দুইজন সদস্য অনুপস্থিত ছিলেন তারা অসুস্থতা থাকার কারণে বৈঠকে অংশ নিতে পারেননি বলে জানা গিয়েছে।

এদিকে অনাস্থা প্রস্তাব রেজুলেশন সহ ভারতচন্দ্র নগর ব্লক আধিকারিক ও দক্ষিণ ত্রিপুরা জেলা পঞ্চায়েত আধিকারিকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতি এলাকায় ভর্তুকিতে বেনিফিশিয়ারিদের মধ্যে আগাছা পরিষ্কার মেশিন, ধান ভাঙ্গানো ও উড়ানো মেশিন বিলি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে। এই পঞ্চায়েত সমিতি এলাকায় তেরটি পঞ্চায়েতের মধ্যে শুধুমাত্র ঈশান চন্দ্রনগর ও নেতাজি সুভাষচন্দ্র নগর পঞ্চায়েত এলাকায় ১৪ জন বেনিফিশিয়ারির মধ্যে এগুলি বিলি দেখানো হয়। এই ১৪ জনের মধ্যে আবার প্রধানের পরিবার, ভাইস চেয়ারম্যানের নিকটাত্মীয়ের বেনিফিসারী নামও রয়েছে।

আরও পড়ুন-মালদ্বীপ ঘুরতে গিয়ে করোনায় আক্রান্ত ঐন্দ্রিলা, নেগেটিভ অঙ্কুশ

এছাড়াও যাদের বিন্দুমাত্র জমি নেই এমন বেনেফিশিয়ারির সহ ভুয়ো নামে এই কৃষি যন্ত্রপাতি বিলি করে তা আবার খোলাবাজারে বিক্রি করার ঘটনাও হাতে নাতে ধরে ফেলে সংশ্লিষ্ট এলাকার লোকজন। আগরতলা থেকে গাড়ি করে বেনিফিসারীদের জন্য ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি আনার পর দুর্নীতির গন্ধ পেয়ে এলাকাবাসী তা আটক করে এবং পরবর্তী সময়ে বিলোনিয়া থানার হাতেও তুলে দেওয়া হয় আটককৃত কৃষিজ যন্ত্রাংশ। সব মিলিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েত সমিতিতে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়।