Covid 19: আশঙ্কায় সত্যি হল, স্কুল খুলতেই করোনায় আক্রান্ত পড়ুয়ারা

0
260
Covid19

কোদাগু: আশঙ্কায় সত্যি হল৷ স্কুল খুলতেই করোনায় আক্রান্ত হলেন পড়ুয়ারা৷ এক, দু’জন নয়, একসঙ্গে ৩২ জন পড়ুয়া করোনায় আক্রান্ত। সকলেই নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

ঘটনাটি কর্ণাটকের৷ সংবাদ সংস্থা সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কোদাগু জেলার মেদিকেরিতে জওহর নবোদয় বিদ্যালয়ে৷ সেখানে ৩১ জন পড়ুয়া একযোগে করোনায় আক্রান্ত হয়েছেন৷ এদের মধ্যে দশ জন ১০ জন ছাত্রী ও ২২ জন ছাত্র৷ হাসপাতালে চিকিৎসাধীন ওই পড়ুয়াদের পরীক্ষা করতে গিয়ে চমকে উঠেছেন চিকিৎসকেরাও৷ কারণ, অধিকাংশের শরীরেই নেই করোনার কোনও উপসর্গ৷ অথচ কোভিড রিপোর্টে দেখা গিয়েছে পজিটিভ৷

- Advertisement -

এখবর প্রকাশ্যে আসতেই রাজ্য জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ সকালেই স্কুল পরিদর্শনে আসেন জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য সরকারি আধিকারিকরা। ইতিমধ্যে স্কুলকে স্যানিটাইজেশন করেছেন স্কুল কর্তৃপক্ষ৷ স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, করোনা আক্রান্ত হলেও কোনও পড়ুয়ারই শারীরিক অবস্থা গুরুতর নয়। সকলেরই চিকিৎসা চলছে এবং তারা ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছে।

প্রসঙ্গত, ক’দিন হল কর্ণাটকে চালু হয়েছে স্কুল৷ তারপরই ছড়াতে শুরু করেছে করোনার সংক্রমণ৷ এদিকে আগামী ১৫ নভেম্বর থেকে স্কুল খোলার কথা পশ্চিমবঙ্গে৷ ইতিমধ্যেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে উঠে আসছে ভিন্ন ভিন্ন অভিমত৷ তারই মাঝে কর্ণাটকের ঘটনা বাড়িয়েছে চিন্তা৷

আরও পড়ুন: Bankura: আমলাশোলের স্মৃতি উস্কে পুরুলিয়ায় খিদের জ্বালায় বিষাক্ত ফল খেয়ে মৃত্যু বৃদ্ধের