পাকিস্তানের জঙ্গি কৌশলে জল ঢালবে ভারতের নয়া প্রযুক্তি

0
64

খাস প্রতিবেদন: পাকিস্তানিদের জন্য দুঃসংবাদ! সুরঙ্গ পথে ভারতে ঢোকার দিন শেষ৷ এমনটাই দাবি, ভারতের সীমান্ত রক্ষীবাহিনীর৷ সূত্রের খবর: পাকিস্তানের জঙ্গি কৌশলে জল ঢালতে চলেছে নয়া প্রযুক্তির সাহায্য নিচ্ছে ভারতের সীমান্ত রক্ষীবাহিনী৷ যার সাহায্যে আকাশ থেকে পাতাল, সীমান্তে কড়া নজরদারি চালাবে বাহিনী৷ এজন্য অত্যাধুনিক রাডার প্রযুক্তি ব্যবহার করবে বাহিনী৷ যে রাডারের সাহায্যে সহজেই সীমান্ত রক্ষীবাহিনী জানতে পারবে মাটির তলায় ভারতের জমিতে নতুন করে কোনও সুরঙ্গ খোঁড়া হয়েছে কি না৷

নিরাপত্তার স্বার্থে এই বিষয়ে বিস্তারিত জানাতে চাননি বিএসএফের পদস্থ কর্তারা৷ তবে সংবাদ সংস্থা পিটিআইকে তাঁরা জানিয়েছেন, অতীতে এমন অত্যাধুনিক প্রযুক্তি কখনও সীমান্তে ব্যবহার করা হয়নি৷ সূত্রের খবর, অত্যাধুনিক প্রযুক্তির এই রাডার তৈরি করছে একটি ভারতীয় সংস্থা৷ তারাই এটচি সরবরাহ করবে সীমান্ত রক্ষীবাহিনীকে৷ জোরাল বেতার তরঙ্গের সাহায্যে এই রাডার মাটির তলায় থাকা সুড়ঙ্গের অস্তিত্ব এবং তার বিস্তৃতির জানান দেবে৷ যার সাহায্যে সহজেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা৷

- Advertisement -

নয়া এই রাডারের সাহায্যে মাটির নিচের পাশাপাশি আকাশপথেও চলবে নজরদারি৷ উদ্দেশ্য একটাই, পাকিস্তানের জঙ্গি হানা থেকে ভারতের মাটিকে সুরক্ষিত রাখা৷ বস্তুত, গত তিন বছরে জম্মু এলাকায় মোট ৫চটি সুরঙ্গের সন্ধান পেয়েছে বিএসএফ৷ তাঁদের দাবি, ১৯২ কিলোমিটার বিস্তৃত ওই সুরঙ্গ পথ দিয়েই ভারতের মাটিতে প্রবেশ করে কখনও জঙ্গি হানা কখনও বা মাদক পাচার করেছে পাক জঙ্গিরা৷ এবার পাক জঙ্গিদের কৌশল বন্ধ হবে বলেই আশাবাদী বিএসএফ৷ রাডারে সাময়িক কিছু সমস্যা তৈরি হলেও দ্রুত তা মিটিয়ে ফেলা হবে বলে আশাবাদী তাঁরা৷

 আরও পড়ুন: গ্রামে দিদির দূতেরা এলে কীভাবে আতিথেয়তা করতে হবে, খোলামেলা জানালেন দিলীপ ঘোষ