Bank Privatisation : ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা করলেন রাকেশ টিকায়েত

0
63
Rakesh Tikayet

নয়াদিল্লি : উত্তরভারত জুড়ে কৃষকরা প্রতিবাদে দিল্লিতে মিছিল করার পরে গত বছর আনা তিনটি নতুন কৃষি আইন বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত থেকে ইঙ্গিত নিয়ে, কৃষক নেতা রাকেশ টিকায়েত এখন কেন্দ্রের বিরুদ্ধে নতুন আন্দোলন ঘোষণা করেছেন।

আরও পড়ুন : Jammu Kashmir : বিজেপি সরকার গডসের কাশ্মীর তৈরি করছে : মেহবুবা মুফতি

- Advertisement -

“আগামী ৬ ডিসেম্বর, পাবলিক সেক্টরের ব্যাংকগুলোর বেসরকারিকরণের বিল সংসদে পেশ হতে যাচ্ছে। ব্যাঙ্কের বেসরকারীকরণের বিরুদ্ধে সারা দেশে একই ধরনের আন্দোলনের প্রয়োজন আছে,” টিকায়েত টুইটারে ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসের ১৯ তারিখ ঘোষণা করেছিলেন যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ সরকার তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : UP Election : “যারা মাথায় টুপি পড়ে, তারাই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করত” মৌর্যের বিতর্কিত মন্তব্যে তোলপাড় জাতীয় রাজনীতি

ব্যাংক বেসরকারিকরণের আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনতে সংসদের চলমান শীতকালীন অধিবেশনে একটি বিল উত্থাপন করার কথা রয়েছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকা অবস্থায়, সরকারি থিঙ্ক-ট্যাঙ্ক নীতি আয়োগ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ককে বিনিয়োগের জন্য শর্টলিস্ট করেছে৷ ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২১ পেশ করা হবে ব্যাঙ্কিং কোম্পানি অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিংস অ্যাক্ট, ১৯৭০ এবং ১৯৮০ এবং ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯ এ সংশোধনীগুলির যথাযথ পরিবর্তনের জন্য।