চা নয় মানুষের ভিড় বাড়ছে চায়ের কাপ খেতে, কেমন সেই স্বাদ

0
110

খাস ডেস্ক: কাগজ, প্লাস্টিক, ভাঁড়ে সকলেই চা খেয়েছেন। কিন্তু কখনও শুনেছেন চা খেতে গিয়ে আস্ত কাপ খেয়ে ফেলা যাবে। এমন কাণ্ড জানতে পেরে অবাক হয়েছেন অনেকেই। তাই নতুন ধরনের এই ‘পাত্র’টির স্বাদ কেমন তা জানতে লম্বা লাইন পড়ছে খদ্দেরদের। এমনই এক দৃশ্য দেখা গেল নদিয়ার শান্তিপুরের নতুনহাট এলাকার এক চায়ের দোকানে।

আরও পড়ুন: “লিটিল চ্যাম্পে ষষ্ঠ স্থান অধিকার করে মানুষের এত সাড়া ও ভালোবাসা পাব তা ভাবতেও পারিনি”, বললেন রাফা

- Advertisement -

চায়ের কাপ আসলে বিস্কুট যা কাপের ধাঁচে বানানো। এর মধ্যেই চা পরিবেশন করা হয়। তাই চা খাওয়ার পর এই বিস্কুটটিও খেয়ে ফেলা হয়। দোকানের মালিক জানিয়েছেন, সামাজিক মাধ্যম থেকেই এই ধরনের চায়ের হদিশ পেয়েছেন তিনি। মূলত দক্ষিণ ভারতেই এই ধরনের কাপ পাওয়া যায় যা তৈরি হয় জোয়ার, বাজরা, রাগির মত শস্যদানা ব্যবহার করে। এই দোকানে এক কাপ চায়ের দাম ১২ টাকা এবং এককাপ কফির দাম ১৫ টাকা।

বর্তমানে কলকাতার বিভিন্ন জায়গায় এমন চায়ের সন্ধান পাওয়া যায়। বেশ কিছু ক্যাফেতেও বিস্কুটের পাত্রে চা পাওয়া যায়। অভিনব এই চা একবার ট্রাই করতেই পারেন সকলে।

আরও পড়ুন: জাল সার্টিফিকেট, ভোটে লড়ছেন বিজেপির সাধারণ সম্পাদক, প্রকাশ্যে বিদ্রোহ কর্মীদের