প্রকাশ্যে KL Rahul-Athiya’র বিয়ের অদেখা ছবি

0
47

বিনোদন ডেস্ক: গত সোমবার সাতপাকে বাঁধা পড়েছেন রাহুল আথিয়া। তবে এখনও অবধি রিসেপশন হয়নি তারকা জুটির। দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারকা জুটি। মেয়ের বিয়েতে কোনও ত্রুটি রাখেননি সুনীল শেঠি। সাধের খাণ্ডালার ফার্মহাউসে ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। বিয়ের ছবি শেয়ার করে আথিয়া লিখেছিলেন,””তোমার আলোয় ভালবাসতে শিখলাম।” নবদম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছিলেন তারকা মহল থেকে আমজনতা। এদিন ফের প্রকাশ্যে এল তারকা জুটির বিয়ের অদেখা ছবি।

নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে গায়ে হলুদের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সুনীল-কন্যা আথিয়া। পীচ রঙের স্যুটে সেজেছিলেন অভিনেত্রী, মাথায় চওড়া টিকলি, কানে ছোট্ট ইয়ারিং টব, সঙ্গে হালকা মেক আপ। ছবিতে দেখা যাচ্ছে কখনও কে এল রাহুল’কে হলুদ মাখাচ্ছেন আথিয়া, আবার কখনও ভাই আহান শেঠি’কে। গায়ে হলুদের অনুষ্ঠানে চুটিয়ে মজা করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘সুখ’।

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul👑 (@klrahul)

উল্লেখ্য, শোনা গিয়েছিল রাহুল আথিয়ার বিয়েতে বহুমূল্যের উপহার দিয়েছেন মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহলি। বিরাট কোহলি দিয়েছেন ২.১৭ কোটি টাকার BMW গাড়ি। মহেন্দ সিং ধোনি দিয়েছেন ৮০ লক্ষ টাকার বাইক। যদিও এই সব খবর ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন রাহুল-আথিয়ার পরিবার। জানা গিয়েছে, মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টি হবে রাহুল-আথিয়ার। উপস্থিত থাকবেন ক্রিকেট ও ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য ব্যক্তিরা। বলিউড অভিনেতা সুনীল শেঠি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আইপিএলের পর গ্র্যান্ড রিসেপশন পার্টি হবে রাহুল-আথিয়ার।