weather update: নিম্নচাপের জের, আগামী ২৪ ঘণ্টায় পাল্টাবে আবহাওয়া, জানাল হাওয়া ভবন

0
54

খাস খবর ডেস্ক: সকাল থেকেই বেশ ঝলমলে রোদ। তবে আর কিছু ঘণ্টা। আগামী ২৪ ঘণ্টায় পাল্টাবে আবহাওয়া। শনিবার থেকেই ছয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে ঘনীভূত চ্ছে অতি গভীর নিম্নচাপ। বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই নিম্নচাপ। যা আগামী ১২ ঘণ্টার মধ্যে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। রবিবার সকালের মধ্যে পৌঁছে যাবে ওড়িশা-অন্ধ্র উপকূলে।

- Advertisement -

আরও পড়ুন-Horoscope: আজকের দিনে একাধিক রাশির কর্মসংস্থানে আসতে পারে বাধা, জেনে নিন শুক্রবারের রাশিফল

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলা গুলির মধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও হাওড়া রয়েছে। এছাড়াও ছয়টি জেলায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও রবিবার থেকে মূল দুর্যোগের আশঙ্কা। তবে এই ঘূর্ণিঝড়ে বাংলা বেশ ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে আবছা এবং রাতের দিকে মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।