সুজিতের উদ্যোগে সল্টলেকে পালিত ‘সিনিয়রদের’ ভ্যালেনটাইন

0
171

খাস খবর ডেস্ক: ভালোবাসার কি কোনও বয়স হয়? হয় রঙ? নাহ৷ রবিবার সেটাই প্রমাণ করে দেখালেন সল্টলেকের বিধায়ক তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু৷ ভ্যালেনটাইনস ডে’র দিনে এলাকার প্রবীণ নাগরিক ও স্থানীয় মানুষদের নিয়ে চড়ুইভাতির আয়োজন করেছিলেন তিনি৷ সেখানে পুনর্মিলনে মেতে উঠলেন সকলে৷

ছিল কবজি ডুবিয়ে ভুরিভোজের আয়োজনও৷ মনোরঞ্জনের ব্যবস্থাও ছিল৷ আর পরিবেশনের দায়িত্বে ছিলেন স্বয়ং স্থানীয় বিধায়কই৷ স্বভাবতই, খুশিতে ডগমগ সল্টলেকের ৩২ নম্বর ওয়ার্ডের প্রবীণ মানুষেরা৷ তাঁদের কথায়, ‘‘আজ যে ভ্যালেনটাইন ডে, সুজিত এমন একটা আয়োজন না করলে বুঝতেই পারতাম না৷’’

- Advertisement -

চড়ুইভাতিকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই সেজে উঠেছিল সল্টলেক ইই ব্লকের খেলার মাঠ৷ খেলার মাঠ জুড়ে টেবিল এবং রঙিন ছাতার সারি৷ সেখানেই এদিন আয়োজন করা হয়েছিল চড়ুইভাতির৷ চা, টিফিন দিয়ে শুরু৷

দুপুরে ভারি লাঞ্চের মেনু৷ সন্ধ্যায় চা এবং টিফিন দেওয়া হয়৷ মনোরঞ্জনের জন্য ছিল বাউল গান এবং নৃত্যানুষ্ঠান৷ সুজিতের কথায়, ‘‘করোনা আবহে মানুষ দীর্ঘদিন ঘরবন্দী ছিলেন৷ সকলের সঙ্গে বহুদিন দেখাও হয়নি৷ তাই পুনর্মিলনের জন্যই বিশেষ এই দিনটিকে বেছে নেওয়া৷’’

ভালবাসার দিনে এমন একটা অনুষ্ঠানে সামিল হতে পেরে স্বভাবতই খুশী এলাকার প্রবীণ নাগরিকেরা৷ একজন তো বলেই ফেললেন, ‘‘প্রেম পড়ার তো কোনও বয়স হয় না! ঝারি মারতে দোষ কোথায়!’’

বক্তার চিকচিক করা চোখের কোন তখন জানান দিচ্ছে, মাত্র কয়েকঘণ্টার একটা অনুষ্ঠানের দৌলতে তাঁরা অনেকেই ফিরে গিয়েছেন অতীত রোমান্থনে৷ ভালবাসার দিনে সেটাই বা কম কিসের!